India team's matches: মার্চেই ফুটবলের বড় আসর ভারতে, এএফসি এশিয়ান কাপের পরীক্ষায় মানোলো মার্কেজের দল

Meghalaya will host two india team's matches: গত বছরই শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে। সেই সংস্কারের পর এই প্রথমবার সেখানে ভারতীয় সিনিয়র দলের আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shillong JLN stadium: শিলং জেএলএন স্টেডিয়াম

Shillong JLN stadium: শিলং জেএলএন স্টেডিয়াম। ছবি- ফেসবুক)

Meghalaya will host two india team's matches: মার্চেই দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ভারতীয় দলের এই দু'টি ম্যাচ হবে ভারতেই। ঠিক হয়েছে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচগুলোর আয়োজন করা হবে। এমনটাই জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তাদের অনুযায়ী, ভারতের এই দুটি ম্যাচের একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ১৯ মার্চের সেই ম্যাচে ভারত খেলবে মালদ্বীপের বিরুদ্ধে। অপরটি হল- এএফসি এশিয়ান কাপ, ২০২৭ বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডের ম্যাচ। ২৫ মার্চের সেই ম্যাচে ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। 

Advertisment

এই দুটি ম্যাচের মধ্যে মানোলো মার্কেজের ভারতীয় দল ১৯ মার্চের ম্যাচটিকে প্রস্তুতি ম্যাচ হিসেবে কাজে লাগাতে চায়। দু'টি ম্যাচই হবে মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (জেএলএন) স্টেডিয়ামে। দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টায়। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডে ভারত রয়েছে গ্রুপ সি-তে। এই গ্রুপে ভারতের প্রতিপক্ষ হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। এই প্রতিটি দলের সঙ্গে ভারতীয় দল ২০২৬-এর মার্চ পর্যন্ত হোম-অ্যাওয়ে রাউন্ড-রবিন ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে বলে এখনও পর্যন্ত কথা রয়েছে। প্রতিটি গ্রুপের সেরা দলগুলো সরাসরি এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে, এমনটাই এএফসি কাপের নিয়ম। ২০২৭-এর এএফসি কাপ হবে সৌদি আরবে।

মার্চে ভারতীয় দলের ম্যাচের সূচি:

  • ১৯ মার্চ: ভারত বনাম মালদ্বীপ ম্যাচ। সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হবে। এটা ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।
  • ২৫ মার্চ: ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচও সন্ধ্যা ৭টা শুরু হবে। এটা সৌদি আরবে ২০২৭ সালে হতে চলা এএফসি এশিয়ান কাপে বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডের ম্যাচ।
Advertisment

গত বছরই শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে। সেই সংস্কারের পর এই প্রথমবার সেখানে ভারতীয় সিনিয়র দলের আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এই স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে ১৫,১০০। এর আগে এই স্টেডিয়ামে ডুরান্ড কাপ, ইন্ডিয়ান সুপার লিগ, আই-লিগ, আই-লিগ ২য় ডিভিশনের বিভিন্ন ম্যাচের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব প্রতিযোগিতার ম্যাচ এখানে হয়ে থাকে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে আন্তর্জাতিক ম্যাচও।

আরও পড়ুন- ভালো ফুটবলার চাই! জেলায় গিয়ে বাছাই আইএফএর কোচ, প্রতিনিধির

ভারতীয় ফুটবল ফেডারেশন দীর্ঘদিন ধরেই দেশের উত্তর-পূর্বাঞ্চলে ফুটবলের প্রসারে উদ্যোগী হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে বহু ফুটবলার বেরিয়ে এসেছেন, যাঁরা জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই শিলংকে আন্তর্জাতিক ম্যাচ দেওয়ার কথা ভাবা হয়েছে বলেই এআইএফএফ সূত্রে জানা গিয়েছে।

Football AIFF AFC Meghalaya sports