ওয়েস্ট ইন্ডিজের দুই মারকুটে ব্য়াটসম্য়ান শেই হোপ ও শিমরন হেটমায়ার। আইপিএল নিলামে তাঁদের দিকে চোখ থাকবে সব ফ্র্য়াঞ্চাইজির এমনটাই মনে করা হয়েছিল।
বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত মেগা নিলানে হোপ রয়ে গেলেন আনসোল্ড। কিন্তু হেটমায়ার সাড়ে সাত কোটি টাকায় এলেন দিল্লি ক্য়াপিটালসে।
ভারতের বিরুদ্ধে টি-২০ ও চলতি ওয়ানডে সিরিজে নিজের জাত চিনিয়েছেলন হেটমায়ার। তিন ম্য়াচের টি-২০ সিরিজে তিনি যথাক্রমে ৫৬, ২৩ ও ৪১ রান করেন।
আরও পড়ুন-Kolkata Knight Riders IPL 2020 full players list: দেখে নিন এবারের স্কোয়াড
বিরাটদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে ১০৬ বলে ১৩৯ রান করেছিলেন তিনি। ১১টি চার ও ৭টি ছয় হাঁকান তিনি ব্য়াট। বিধ্বংসী ব্য়াটিয়ের জন্য় তিনি 'হিটমায়ার' নামেও পরিচিত গায়ানার বছর বাইশের ক্রিকেটার।
দিল্লি ক্য়াপিটালেসর হয়ে আইপিএলে নাম লেখানোর পর হেটমায়ার আর নিজের আনন্দ ধরে রাখতে পারেননি। হোটেলের বিছানায় উঠে নাচলেন তিনি। শ্রেয়স আায়ারের দল সেই ভিডিও টুইট করেছে। রীতিমতো ভাইরাল হয়ে গেয়েছে হেটমায়ারের নাচ।
আরও পড়ুন- IPL 2020: কেকেআর দলে নিল ৪৮ বছরের স্পিনারকে, সোশাল মিডিয়ায় উঠল ঝড়
হেটমায়ার গত মরসুমে আইপিএল অভিষেক করেছিলেন বিরাট কোহলির রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের হয়ে। কিন্তু আশা জাগিয়েও প্রত্য়াশা পূরণ করতে পারেননি তিনি। ৫ ম্য়াচে ৯০ রান করেছিলেন তিনি। কিন্তু গতবছর ক্য়ারিবিয়ান প্রিমিয়র লিগে হেটমায়ার ১২ ইনিংস মিলিয়ে ২০.৩৬-এর গড়ে ২২৪ রান করেছিলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১২৩.৭৫। একটি পঞ্চাশ রানের ইনিংসও ছিল তাঁর।