বিশ্বকাপ ফাইনালে ভারত-পাক, বদলা নিয়েই চ্যাম্পিয়ন হবে বাবররা! বিরাট ভবিষ্যৎবাণী শোয়েবের

বিশ্বকাপ শুরুর আগেই বদলার কথা বলে দিলেন শোয়েব আখতার

বিশ্বকাপ শুরুর আগেই বদলার কথা বলে দিলেন শোয়েব আখতার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চলতি বছরের শেষেই ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের জন্য এখন থেকেই ভবিষ্যৎবাণী করে ফেললেন শোয়েব আখতার। বলে দিলেন ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

Advertisment

স্পোর্টস টক-এ শোয়েব আখতার বলে দিয়েছেন, "চাইছি ভারত-পাকিস্তান ফাইনাল হোক। মুম্বই বা আহমেদাবাদ যেখানেই ফাইনাল হোক, আপত্তি নেই।"

সেই ফাইনালের জন্য এখন থেকেই বাবর আজমদের কাছে অনুরোধ রয়েছে স্পিডস্টারের। তা হল, ২০১১-র হারের বদলা নিতে হবে। সেমিফাইনালে যেবার ভারত পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছয়। ২৯ রানে মোহালিতে ভারত জিতে যায় টানটান ম্যাচে। আখতারের জবাব, "২০১১-র বদলা নিতে হবে।"

আরও পড়ুন: কোহলি না বললে ভারতের হেড কোচের জন্য আবেদনই করতাম না! বোর্ডের ডামাডোল নিয়ে বিষ্ফোরক শেওয়াগ

Advertisment

এশিয়া কাপের আয়োজন নিয়ে বিসিসিআই এবং পিসিবির বাগযুদ্ধ চলছে বেশ কিছুদিন ধরেই। সেইজন্য দুই দেশের বোর্ডকেই একহাত নিয়েছেন পাক সুপারস্টার। এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান এবং বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন, এশিয়া কাপ খেলতে ভারত কোনওভাবেই পাকিস্তানে যাবে না। টুর্নামেন্ট পাকিস্তানের মাটি থেকে সরিয়ে ফেলা হবে। অন্যদিকে, পিসিবি-ও পাল্টা হুমকি দিয়ে জানিয়ে রেখেছে ভারতকে পাকিস্তানেই এশিয়া কাপ খেলতে হবে। টুর্নামেন্ট যদি পাকিস্তানে আয়োজিত না হয়, তাহলে ওয়ার্ল্ড কাপ খেলতেও ভারতে দল পাঠাবে না পিসিবি।

শোয়েব আখতারের বক্তব্য, "এগুলো ফালতু কথাবার্তা। এই বিষয়ে পিসিবি এবং বিসিসিআই কোনও বোর্ডই কিছু করতে পারবে না। ভারতীয় সরকারের পরামর্শ না করে বিসিসিআই যেমন কিছু করতে পারবে না, আমাদের ক্ষেত্রেও পাক সরকারের সঙ্গে কথা না বলে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না পিসিবি।"

"ভারত-পাকিস্তান নিয়ে কথা হলে সকলেই নিজস্ব মতামত জানান। দুই দেশের প্রাক্তন ক্রিকেটারদের কাছে একটাই পরামর্শ অযাচিত মন্তব্য করা থেকে দূরে থাকুন। যদি নরেন্দ্র মোদির সরকার সবুজ সঙ্কেত দেয়, তাহলে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে বিসিসিআই কিছুই করতে পারবে না।"

শোয়েবের বক্তব্য, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান এটা বিশ্বকাপের থেকেও বড় খবর। "ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে পা রাখছে পাক দল, এটা টুর্নামেন্ট আয়োজনের থেকেও বড় খবর।" বলছেন শোয়েব।

Read the full article in ENGLISH

Shoaib Akhtar BCCI ICC Cricket World Cup Pakistan Cricket Indian Cricket Team Pakistan government