/indian-express-bangla/media/media_files/2025/06/01/VxRuVBmBfZy7lx16vrdF.jpg)
Shoaib Akhtar: পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার আবারও বিপাকে পড়েছেন
Shoaib Akhtar Love Story: ক্রিকেট এবং বলিউডের মধ্যে সম্পর্ক যে কতখানি গভীর, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। অনেক সময় এই সম্পর্ক দুই দেশের সীমান্ত অতিক্রম করেছে। তৈরি হয়েছে একাধিক মুখরোচক গল্পও। এমনই একটি গল্প পাকিস্তানের (India vs Pakistan Match) প্রাক্তন পেস তারকা শোয়েব আখতারকে নিয়ে শোনা যায়। তিনি নাকি বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের (Sonali Bendre) প্রেমে পাগল ছিলেন!
একটা সময় ক্রিকেট বিশ্বে ত্রাসের অন্য নামই ছিল শোয়েব আখতার। শোনা যায়, বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রেকে তিনি নাকি মনে মনে খুব ভালবাসতেন। একটি ইন্টারভিউয়ে শোয়েব এই ব্যাপারে খুল্লমখুল্লা আলোচনাও করেছিলেন।
পাগলামির পর্যায়ে পৌঁছে গিয়েছিল শোয়েবের ভালবাসা?
বল হাতে আগুন গতির কারণে ক্রিকেট ময়দানে তাঁকে সবাই 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' বলত। সেই শোয়েব আখতার একটি ইন্টারভিউ দেওয়ার সময় স্বীকার করেছিলেন যে তিনি নাকি সোনালি বেন্দ্রের সঙ্গে সংসার বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। সোনালিকে পাকিস্তানের এই প্রাক্তন পেস তারকা এতটাই ভালবাসতেন যে সেটা কার্যত পাগলামির পর্যায়ে পৌঁছে গিয়েছিল।
একটি ইন্টারভিউয়ে শোয়েব বলেছিলেন, সোনালি বেন্দ্রের হৃদয় জয় করার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত ছিলেন। খানিক মজার ছলে তিনি জানান, সোনালি যদি তাঁর প্রস্তাব অস্বীকার করতেন, তাহলে তিনি অপহরণ করার পরিকল্পনাও করে রেখেছিলেন। এই একটা কথা থেকেই বোঝা যায় যে শোয়েব কী পরিমাণে ভালবাসতেন!
শোয়েবের সতীর্থরাও এই ব্যাপারে জানতেন
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোনালি বেন্দ্রেকে শোয়েব যে ভালবাসতেন, সেটা পাকিস্তান ক্রিকেট দলে কারোরই অজানা ছিল না। শোনা যায়, শোয়েব নাকি তাঁর মানিব্যাগে পর্যন্ত সোনালির ছবি নিয়ে ঘুরতেন।
Shoaib Akhtar: আইনি বিপাকে শোয়েব আখতার, ১৪ দিনের মধ্যে ক্ষমা না চাইলে বাড়বে বিপদ, কিন্তু কেন?
পরবর্তীকালে শোয়েব অবশ্য এই ব্যাপারটা অস্বীকার করেছিলেন। জানিয়ে দেন যে এই গল্পটা একেবারেই সমর্থকদের মনগড়া। এরসঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। যাইহোক না কেন, শোয়েবের এই একতরফা ভালবাসা নিয়ে আরও কম আলোচনা হয় না।