Advertisment

ভিডিও: 'ঘণ্টায় ১৭২ মাইল'! আলি জাফরের আগুনে ডেলিভারি আখতারকে, বাকিটা ইতিহাস

রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসকে দিন দুয়েক আগে আলি জাফার সোশাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। অভিনেতা দাবি করেন যে, তাঁর একটা ডেলিভারিও আখতার ব্য়াটে ঠেকাতে পারবেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
Shoaib Akhtar was back on the cricket field as he decided to bowl a toe-crushing yorker to highly popular actor Ali Zafar.

'ঘণ্টায় ১৭২ মাইল'! আলি জাফরের আগুনে ডেলিভারি আখতারকে, বাকিটা ইতিহাস (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)

প্রাক্তন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারের সঙ্গে সন্মুখ সময়ে পাক অভিনেতা আলি জাফর। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসকে দিন দুয়েক আগে আলি জাফার সোশাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন।

Advertisment

জাফর দাবি করেন যে, তাঁর একটা ডেলিভারিও আখতার ব্য়াটে ঠেকাতে পারবেন না। আর এরপরেই শোয়েব বলে দেন যে মাঠেই তিনি এর জবাব দেবেন। বাকিটা শুধুই দেখার।

আরও পড়ুন-শোয়েব আখতারকে খোঁচা যুবি-র, টুইটারে হাসির রোল

ঘটনাচক্রে দু'জনেই মাঠে নেমে পড়েন নিজেদের প্রমাণ করার জন্য়। আলি জাফরের ভয়ঙ্কর বাউন্সারের কোনও দিশাই পাননি আখততার। কোনওক্রমে তাঁর মাথা বাঁচিয়ে নেন কিংবদন্তি পেসার। জাফর দাবি করেন যে, এই বলের গতি ঘণ্টায় ১৭২ মাইলের একটু বেশিই ছিল।

আখতার একটি টুইট করেছেন সেখানে দেখা যাচ্ছে যে, তাঁর 'ট্রোক্রাশার' ইয়র্কারে জাফরের মিডল স্টাম্প ছিটকে যায়। আখতার সেলিব্রেশনে মেতে ওঠেন। জাফর রীতিমতো হতাশা হন এই ঘটনায়। তিনি আউটের ভিডিও টুইটারে পোস্ট করে লেখেন, "স্য়ার দ্রুততম বলের কথা হয়েছিল, এটা তো স্লোয়ার ছিল। আপনি ধোকা দিলেন আমাকে।"

ali abbas zafar pakistan Shoaib Akhtar
Advertisment