/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/akhtar-LEAD.jpg)
'ঘণ্টায় ১৭২ মাইল'! আলি জাফরের আগুনে ডেলিভারি আখতারকে, বাকিটা ইতিহাস (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)
প্রাক্তন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারের সঙ্গে সন্মুখ সময়ে পাক অভিনেতা আলি জাফর। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসকে দিন দুয়েক আগে আলি জাফার সোশাল মিডিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন।
জাফর দাবি করেন যে, তাঁর একটা ডেলিভারিও আখতার ব্য়াটে ঠেকাতে পারবেন না। আর এরপরেই শোয়েব বলে দেন যে মাঠেই তিনি এর জবাব দেবেন। বাকিটা শুধুই দেখার।
Suna hai bari bowling kerwaate hain aap :) https://t.co/JSpx20zxyQ
— Ali Zafar (@AliZafarsays) December 3, 2019
Ground mein Intezar ker raha hoon. Aik ball mein bhaee kervaoon ga. 172 miles/hour. https://t.co/UUiLkm5LPfpic.twitter.com/Q5uryX4uf1
— Ali Zafar (@AliZafarsays) December 3, 2019
আরও পড়ুন-শোয়েব আখতারকে খোঁচা যুবি-র, টুইটারে হাসির রোল
ঘটনাচক্রে দু'জনেই মাঠে নেমে পড়েন নিজেদের প্রমাণ করার জন্য়। আলি জাফরের ভয়ঙ্কর বাউন্সারের কোনও দিশাই পাননি আখততার। কোনওক্রমে তাঁর মাথা বাঁচিয়ে নেন কিংবদন্তি পেসার। জাফর দাবি করেন যে, এই বলের গতি ঘণ্টায় ১৭২ মাইলের একটু বেশিই ছিল।
Was born ready. Ball touch kerne ki baat ki thee sir aapne. That may have been slightly over 172 mph. @shoaib100mphhttps://t.co/Sa4F6znLXjpic.twitter.com/hOnUub3Xuy
— Ali Zafar (@AliZafarsays) December 4, 2019
Fastest ball ki baat huee thee sir. Ye to slower ball ka dhoka tha ! https://t.co/3hjYCDuazK
— Ali Zafar (@AliZafarsays) December 4, 2019
আখতার একটি টুইট করেছেন সেখানে দেখা যাচ্ছে যে, তাঁর 'ট্রোক্রাশার' ইয়র্কারে জাফরের মিডল স্টাম্প ছিটকে যায়। আখতার সেলিব্রেশনে মেতে ওঠেন। জাফর রীতিমতো হতাশা হন এই ঘটনায়। তিনি আউটের ভিডিও টুইটারে পোস্ট করে লেখেন, "স্য়ার দ্রুততম বলের কথা হয়েছিল, এটা তো স্লোয়ার ছিল। আপনি ধোকা দিলেন আমাকে।"