Shoaib Malik divorced with Sania Mirza: শনিবার পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক গাঁটছড়া বেঁধেছেন পাক অভিনেত্রী সানা জাভেদের (Sana Javed) সঙ্গে। আর শোয়েবের তৃতীয় বিয়ে প্রকাশ্যে আসার পরই সারাদিন জল্পনায় ব্যস্ত থাকল সানিয়া মির্জার সঙ্গে তাঁর ডিভোর্স হয়েছে কিনা, তা নিয়ে।
ঘটনাচক্রে কয়েকদিন আগেই 'ডিভোর্স খুব কঠিন'… এমন ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছিলেন। তারপরই ওয়াকিবহাল মহলে জল্পনা চলছিল, ডিভোর্স হয়ত হয়েই গিয়েছে তারকা দম্পতির। তবে সেই ঘটনাতেই এবার সিলমোহর দিলেন সানিয়া মির্জার তরফ থেকে ভেসে আসা এক বিবৃতি। যা পোস্ট করা হয়েছে, সানিয়ার পিতা ইমরান মির্জার সোশ্যাল মিডিয়া থেকে। বলা হয়েছে, দম্পতি বেশ কিছুদিন ধরেই পৃথক হয়ে গিয়েছেন।
আরও পড়ুন- বিয়ে ভাঙার দিনেই সানিয়াকে ‘অফার’ কিংবদন্তি বিদেশির! ভারতে আসতে মুখিয়ে রয়েছেন সুপারস্টার
"সানিয়া নিজের ব্যক্তিগত জীবনকে সর্বদা লোকচক্ষু থেকে দূরে রেখেছেন। যাইহোক, আজকে তাঁর বাবার জন্য প্রয়োজন দেখা দিয়েছে পুরো বিষয়টি শেয়ার করার যে শোয়েব এবং সানিয়ার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে কয়েক মাস আগেই। সানিয়া শোয়েবকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন! তাঁর জীবনের এই সংবেদনশীল সময়ে, আমরা সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করতে চাই যে কোনও জল্পনা-কল্পনায় লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন এবং গোপনীয়তার জন্য তার প্রয়োজনীয়তাকে সম্মান করুন।" বলা হয়েছে এই যৌথ বিবৃতিতে।
কয়েকদিন আগে যখন ডিভোর্সের জল্পনা চরমে, সেই সময়ে সানিয়া সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করেন। লেখেন, “ডিভোর্স আসলে কঠিন।” “বিয়ে আসলেই কঠিন। এমনকি ডিভোর্স-ও। তবে কঠিনতম জিনিসই বাছাই করতে হবে। স্থূলতা কঠিন। এমনকি ফিট থাকাও কঠিন। নিজের এই কঠিন রাস্তাই বাছতে হবে। ধারকর্জে থাকা কঠিন। এমনকি আর্থিকভাবে শৃঙ্খলাপরায়ন হওয়াও কঠিন। যোগাযোগ কঠিন। এমনকি যোগাযোগহীনতাও কঠিন। জীবন কখনও সহজ নয়। সবসময় জীবনে বেঁচে থাকা কঠিন। তবে কঠিনটাই বাছতে হবে। বিজ্ঞের মত বাছাই করতে হবে।”
২০১০-এ সানিয়া এবং শোয়েব বিয়ে করেন। বিয়ের পর ভারত-পাক সেলেব দম্পতি দুবাইয়ে থাকতেন। ভারতের টেনিস জগতে সানিয়া সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। গত বছর-ই কোর্ট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। দু-দশক ব্যাপী পেশাদারি কেরিয়ারে সানিয়া ৪৩টি ডব্লিউটিএ ডাবলস এবং একটি সিঙ্গলস খেতাব জিতেছেন। মহিলাদের ডব্লিউপিএল-এ সানিয়া কিছুদিন আগেই আরসিবির মেন্টর হয়েছেন।
৩৭ বছরের সানিয়ার ২০০৩-এ পেশাদারি সার্কিটে হাতেখড়ি হয়। তারপর থেকে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। এই মধ্যে তিনটি ডাবলস জিতেছেন সুইস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে। বাকি তিনটে মিক্সড ডাবলস খেতাবের মধ্যে দুটো জিতেছেন স্বদেশীয় মহেশ ভূপতির সঙ্গে এবং একটি ব্রাজিলের ব্রুনো সুয়ারেসের সঙ্গে।
আরও পড়ুন- তিন তালাকের আগেই তিন নম্বর বিয়ে! সানিয়ার সঙ্গে বিবাহিত জীবনেও শোয়েব জড়িয়েছেন পরপর পরকীয়ায়
অন্যদিকে শোয়েব মালিক এখনও টি২০ ক্রিকেটে নিয়মিত খেলেন। বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও এখনও স্বল্পতম ফরম্যাটে ব্যাট হাতে দেখা যায় তাঁকে। টি২০-তে ব্যাট হাতে ডিভোর্সের খবরের দিনে বিগব্যাশে খেলতে নেমে নজিরও গড়েছেন।