Advertisment

ঐতিহাসিক আউট হলেন শোয়েব মালিক, নেটিজেনদের হাসিই থামছে না

শোয়েব মালিক আউট হয়ে ইতিহাস লিখলেন। বাইশ গজের অষ্টম ক্রিকেটার হিসেবে তিনি আন্তর্জাতিক ওয়ান-ডে ম্যাচে দু'বার হিট উইকেট হলেন। এই ক্লাবে রয়েছেন অ্যালান বর্ডার, কুমার সঙ্গকারা, মিশবা-উল-হকের মতো কিংবদন্তি সব ব্যাটসম্যানরা

author-image
IE Bangla Web Desk
New Update
Shoaib Malik Clatters His Own Stumps, Twitter Can't Stop Laughing - Watch

ঐতিহাসিক আউট হলেন শোয়েব মালিক, নেটিজেনদের হাসিই থামছে না (ছবি-টুইটার)

শোয়েব মালিক আউট হয়ে ইতিহাস লিখলেন। বাইশ গজের অষ্টম ক্রিকেটার হিসেবে তিনি আন্তর্জাতিক ওয়ান-ডে ম্যাচে দু'বার হিট উইকেট হলেন। এই ক্লাবে রয়েছেন অ্যালান বর্ডার, কুমার সঙ্গকারা, মিশবা-উল-হকের মতো কিংবদন্তি সব ব্যাটসম্যানরা। অতীতে ২০০৩ সালে মালিক হিট-উইকেট হয়েছিলেন। ১৬ বছর পর ফের একবার একইভাবে আউট হলেন তিনি। শোয়েবের আউট হওয়ার পরেই টুইটারে তাঁর সেই আউটের ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের হাসি থামে না।

Advertisment

বিশ্বকাপের ড্রেস রিহার্সাল সেরে নিচ্ছে ইংল্যান্ড। ঘরের মাঠেই বিশ্বকাপ খেলবে তারা। তার আগে পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ড একটি টি-২০ খেলে পাঁচ ম্যাচের ওয়ান-ডে খেলছে। প্রথম ওয়ান-ডে ম্যাচটি অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। এবং শেষ তিনটি ওয়ান-ডে ম্যাচই পাকিস্তানকে হারতে হয়েছে। গত শুক্রবার ট্রেন্টব্রিজের নটিংহ্যামে ইংল্যান্ড-পাকিস্তান চলতি ওয়ান-ডে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচেও তিন উইকেটে জিতেছে ইংল্যান্ড।

আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: সতীর্থের আগমনে শঙ্কিত এই ব্রিটিশ পেসার, সুযোগ পাওয়া নিয়ে সন্দিহান তিনি

নটিংহ্যামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল ব্রিটিশরা। পাঁচে ব্যাট করতে নামে পাকিস্তানের এই অভিজ্ঞ অলরাউন্ডার। ২৬ বলে ৪১ রানের দুরন্ত ইনিংস খেলেই শোয়েব আউট হন। ইংরেশ পেসার মার্ক উডের বলে লেট কাট করতে যান শোয়েব, বলের বদলে উইকেটেই ব্যাট চালিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

cricket pakistan England
Advertisment