বিশ্বকাপের পরেই ওয়ান-ডে ক্রিকেটকে আলবিদা বলেছেন শোয়েব মালিক। এই মুহূর্তে কানাডায় গ্লোবাল টিটোয়েন্টি লিগ মাতাচ্ছেন তিনি। দুরন্ত ফর্মে রয়েছেন এই পাক অলরাউন্ডার। কানাডায় বিশাল ছক্কা হাঁকিয়ে জানালার কাঁচ ভেঙে খবরের শিরোনামে এসেছেন শোয়েব।
গ্লোবাল টিটোয়েন্টি লিগে ভ্য়াঙ্কুভার নাইটস আর ব্র্য়াম্পটন উলভসের কোয়ালিফাায়ার ওয়ানের ম্য়াচ চলছিল। ব্র্য়াম্পটনের সিএএ সেন্টারে শোয়েব আর উইন্ডিজ পাওয়ারহিটার আন্দ্র রাসেল ধ্বংসলীলা চালাচ্ছিলেন। ভ্য়াঙ্কুভার নাইটসের কোনও বোলারকেই রেয়াত করেনি তাঁদের ব্য়াট।
আরও পড়ুন: বেতন না পাওয়ায় মাঠেই নামতে চাইলেন না ক্রিকেটাররা, দু’ঘণ্টা পর শুরু হল যুবরাজদের ম্য়াচ
শোয়েবের ব্য়াটিংয়ের হাইলাইটস দেখুন:
১৬ ওভারের এই ম্য়াচে নিউজিল্য়ান্ডের স্পিনার ইশ সোধি বল করতে এসেছিলেন ১৩ নম্বর ওভারে। তাঁর দ্বিতীয় বলেই মালিক কভারের ওপর দিয়ে একটি ৬৮ মিটারের ছয় মারেন। সেই বল গিয়ে জানালার কাঁচে লাগে। সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যায় সেটি। শোয়েবের ব্য়াটে একটি নয়, জোড়া জানালার কাঁচ ভাঙল। এরপর তিনি তাঁর স্বদেশীয় বোলার ওয়াহাব রিহাজকে টার্গেট করেছিলেন। ব্য়াকওয়ার্ড পয়েন্টে ওপর দিয়ে তাঁর মারা এই ছয় আরও একটি জানালার কাঁচ ভাঙে। চারটি চার ও তিনটি ছয়ের সৌজন্যে শোয়েব ২৬ বলে ৪৬ রান করেন।