Shoaib Malik divorce khula with Sania Mirza: শনিবার পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। দুজন পাকিস্তানে একাধিক শো এবং টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন এবং ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সানা-শোয়েবের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর প্রশ্ন ওঠে, শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ হয়েছে কি না?
শোয়েবের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছে সানিয়া পরিবার। ডিভোর্সের খবর নিশ্চিত করেছেন সানিয়ার বাবা ইমরান মির্জা। খুলার মাধ্যমে দুই তারকা খেলোয়াড়ের বিচ্ছেদ হয়েছে বলেও তিনি জানান। সানিয়া ও শোয়েবের একটি পাঁচ বছরের ছেলে আছে।
আরও পড়ুন- তিন তালাকেই হয়ত শেষ শোয়েব-সানিয়া সম্পর্ক! অভিনেত্রীকে নিকাহ করে নতুন ইনিংসে পাক ক্রিকেটার
খুলা কী?
সানিয়ার বাবা ইমরান মির্জা পিটিআইকে বলেছেন, 'এটি ছিল 'খুলা'। যেখানে একজন মুসলিম মহিলা তাঁর স্বামীকে একতরফাভাবে তালাক দিতে পারেন।' ২০২২ সাল থেকে শোয়েব ও সানিয়ার সম্পর্কের ফাটলের খবর পাওয়া গেছে। গত দুই বছরে দু'জনকে একসঙ্গে দেখাও যায়নি। যদিও ডিভোর্সের খবরে দুজনেই কখনও কিছু বলেননি।
ইসলাম রীতিতে স্বামী-স্ত্রীর বিচ্ছেদের সাতটি উপায় রয়েছে। (জনসত্তার প্রতিবেদন অনুযায়ী)
১) তালাক- যে কোনও মানসিকভাবে সুস্থ পুরুষ তাঁর স্ত্রীকে তিনবার 'তালাক' শব্দটি বলে তাঁর বিবাহ শেষ করতে পারেন। একজন পুরুষ তাঁর স্ত্রীকে তাঁর অনুপস্থিতিতে বা নেশাগ্রস্ত অবস্থায়ও তালাক দিতে পারেন।
২) ইলা- যদি একজন স্বামী উপস্থিত না-থাকেন। চার মাস ধরে তাঁর স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক না-করেন, বা একসঙ্গে না-থাকেন, তবে বিবাহ আপনাআপনিই শেষ হয়ে যায়।
৩) জিহার- যদি স্বামী তাঁর স্ত্রীকে এমন কোনও আত্মীয়ের সঙ্গে তুলনা করেন, যাঁর সঙ্গে তাঁর বিবাহ হতে পারে না। যেমন নিজের স্ত্রীকে বোন বা মা বলা। এই ধরনের ক্ষেত্রেও বিবাহবিচ্ছেদ ঘটে।
৪) খুলা– এই তালাক স্ত্রীর পক্ষ থেকে নেওয়া হয়। এখানে স্ত্রী যৌতুকের টাকা নেন না।
৫) মোবারক- স্ত্রীর ইচ্ছায় তালাক হয়। এখানে স্ত্রী-ও যৌতুকের পরিমাণ পান।
৬) লিয়ান- স্বামী যদি তাঁর স্ত্রীকে ব্যভিচারে অভিযুক্ত করেন এবং আলাদা হওয়ার জন্য তালাক নেন।
৭) তালাক-তাফবিজ- বিয়ের আগে স্ত্রী নিজের জন্য কিছু অধিকার নির্ধারণ করতে পারেন। তাঁর মত অনুযায়ী তিনি ডিভোর্স নিতে পারেন।
সেলিব্রিটি দম্পতিকে গত কয়েক বছরে খুব কমই একসঙ্গে দেখা গেছে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। শোয়েব মালিকও গত বছর পাকিস্তানে টিভি শো চলাকালীন কয়েকবার সানিয়া-সম্পর্কিত প্রশ্নগুলো এড়িয়ে গিয়েছিলেন। মাত্র কয়েকদিন আগে মালিক ভারতীয় তারকাকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন।
আরও পড়ুন- তিন তালাকের আগেই তিন নম্বর বিয়ে! সানিয়ার সঙ্গে বিবাহিত জীবনেও শোয়েব জড়িয়েছেন পরপর পরকীয়ায়
শোয়েব ও সানিয়া ২০১০ সালের এপ্রিলে ভারতীয় খেলোয়াড়ের নিজ শহর হায়দ্রাবাদে বিয়ে করেছিলেন এবং তাঁরা দুবাইতে থাকতেন। অক্টোবর ২০১৮ সালে তাঁর পুত্র ইহজান মির্জার জন্ম হয়। তিনি সানিয়ার সঙ্গেই থাকেন।