/indian-express-bangla/media/media_files/2025/09/07/shreyas-iyer-1-2025-09-07-20-10-06.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার
Shreyas Iyer: ঘরোয়া ক্রিকেটের তিনটে ফরম্য়াটেই শ্রেয়স আইয়ার কার্যত রানের বন্যা বইয়ে দিচ্ছেন। কিন্তু, টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) দরজা শ্রেয়সের সামনে পুরোপুরি খুলছে না। শুধুমাত্র ওয়ানডে স্কোয়াডেই তাঁকে রাখা হয়েছে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে তিনি পঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। তারপরও আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2025) স্কোয়াডে রাখা হয়নি শ্রেয়সকে। এমনকী, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টেস্ট সিরিজেও সুযোগ পাননি তিনি। অবশেশে এই সমস্ত ব্যাপার নিয়ে মুখ খুললেন শ্রেয়স। টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার যা বললেন, তা শুনে সকলেই কার্যত অবাক হয়ে গিয়েছেন।
Shreyas Iyer: শ্রেয়সই হচ্ছেন আগামী ODI অধিনায়ক? অবশেষে মুখ খুলল বিসিসিআই
২০২৫ এশিয়া কাপে ব্রাত্য থাকা প্রসঙ্গে কী বললেন শ্রেয়স?
টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ দলে প্রত্যাবর্তনের অপেক্ষা শ্রেয়সের কাছে ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। সম্প্রতি 'দ্য কোয়েস্ট টক' পডকাস্ট চ্যানেলে এই ব্যাপারে তিনি খুল্লমখুল্লা আলোচনা করলেন। আইয়ারের কথায়, 'যখন আপনি মনে করেন যে ভারতীয় ক্রিকেট দল এবং প্লেয়িং ইলেভেনে জায়গা পাওয়ার যোগ্য হকদার, তখন সুযোগ না পেলে কষ্ট হয়। কিন্তু, যখন একটা দল ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছে, নিজের সেরাটা উজাড় করে দিচ্ছে, তখন সেই দলটাকে অবশ্যই সাপোর্ট করা উচিত।'
Shreyas Iyer: "It’s only frustrating when you know you deserve to be in the playing XI but at the same time when someone else is performing consistently, you’ve got to support him. Eventually the goal is for the team to win."
— Soman. (@Shreyasian96) September 7, 2025
Shreyas Iyer, the gem 💎 pic.twitter.com/H4ZLbMwgMY
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমাদের সবার লক্ষ্য একটাই। ভারতীয় ক্রিকেট দলের জয়। যখন ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করে, তখন আমরা সকলেই যথেষ্ট খুশি হই। সেক্ষেত্রে যদি ভারতীয় ক্রিকেট দলে সুযোগ নাও পাওয়া যায়, তাহলেও কোনও আক্ষেপ থাকে না। তবে নিজের কাজটুকু যথেষ্ট বিশ্বস্ততার সঙ্গে করে যেতে হবে। যখন আপনার উপর সকলের নজর রয়েছে, শুধুমাত্র সেইসময়ই কঠিন পরিশ্রম করলে হবে না। যখন আপনার দিকে কেউ তাকাবেও না, তখনও এই পরিশ্রম চালিয়ে যেতে হবে।'
সেন্ট্রাল কনট্র্যাক্ট নিয়েও করলেন মন্তব্য
২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু, তারপরও শ্রেয়সকে কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বের করে দেওয়া হয়। এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বললেন, 'আমার কেরিয়ারে অনেক পতন এসেছে। তবে আমি যে শুধুমাত্র সেটা নিয়েই চিন্তা করেছি, তেমনটা একেবারেই নয়। আমি প্রচুর প্রত্যাখ্যান সহ্য করেছি। ব্যর্থতাও দেখেছি। কেরিয়ারে তো চড়াই-উতরাই থাকেই। আমাদের জীবনটা একটা রোলার কোস্টারের মতো। সেটাতেই আমাদের চাপতে হয়। এইসব ব্যাপার থেকে আমি অনেক কিছু শিখেছি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us