Advertisment

বিশ্বকাপ নিয়ে আয়ারের গলায় আক্ষেপের সুর, দলে সুযোগ পেয়েও নির্বাচকদের দিলেন বার্তা

শেষ এক বছর ধারাবাহিক ভাবে ভাল ক্রিকেট খেলছেন শ্রেয়াস আয়ার। সদ্য়সমাপ্ত বিশ্বকাপের দলে অনেকেই তাঁকে দেখতে চেয়েছিলেন। কিন্তু আয়ারের ইংল্য়ান্ডের বিমান ধরা হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Shreyas Iyer looks to grasp India opportunity against West Indies

বিশ্বকাপ নিয়ে আয়ারের গলায় আক্ষেপের সুর, দলে সুযোগ পেয়েও নির্বাচকদের দিলেন বার্তা

শেষ এক বছর ধারাবাহিক ভাবে ভাল ক্রিকেট খেলছেন শ্রেয়াস আয়ার। সদ্য়সমাপ্ত বিশ্বকাপের দলে অনেকেই তাঁকে দেখতে চেয়েছিলেন। কিন্তু আয়ারের ইংল্য়ান্ডের বিমান ধরা হয়নি। কিন্তু দেশের হয়ে হাফ ডজন ওয়ান-ডে ও টি-২০ খেলা তরুণ ক্রিকেটার ফের একবার সিনিয়র জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আসন্ন ক্য়ারিবিয়ান সফরে কোহলির দলে রয়েছেন তিনি। গতবছর ফেব্রুয়ারি মাসে শেষবার বড়দের সঙ্গে খেলার সৌভাগ্য় হয়েছিল আয়ারের। এবার নিজের সেরাটাই উজার করে দিতে চান দিল্লি ক্য়াপিটালসের ক্য়াপ্টেন।

Advertisment

সদ্য়ই ইন্ডিয়া এ টিম ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের পাঁচ ম্য়াচের বেসরকারি ওয়ানডে সিরিজে হারিয়ে এসেছে। ভারতের জয়ের অন্য়তম কারিগর ছিলেন আয়ার। তাঁর ব্য়াট থেকে অপরাজিত ৬১ ও ৭৭ রানের ইনিংস এসেছিল। সেই ফর্মটাই ধরে রাখতে চান তিনি। কিন্তু বিশ্বকাপে সুযোগ না-পাওয়ার আক্ষেপ রয়েই গিয়েছে আয়ারের। রবিবার সংবাদসংস্থা পিটিআই-কে আয়ার বলেছেন,"বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়াটা খুবই কষ্টের ছিল। দেশের হয়ে বিশ্বকাপ খেলা আমার স্বপ্ন ছিল। আমি জানতাম কয়েক'টা সুযোগ ছিল, কিন্তু দুর্ঘটনাক্রমে দলের কম্বিনেশন এমনই ছিল যেখানে আমি ফিট করছিলাম না। আমার ধারাবাহিকতার জন্য়ই দলে সুযোগ পেতে পারি বলে অনেক কথা হয়েছিল।"

আরও পড়ুন: ক্য়ারিবিয়ান সফরে ভারতের ইয়ং ব্রিগেডে রয়েছেন কারা?

 

আয়ার মাত্র ছ'টি ওয়ান-ডে খেলেছেন সিনিয়র দলের হয়। কিন্তু কোনও খামতি নেই সেখানে। তাঁর গড় ৪২। এমনকী দু'টো হাফ-সেঞ্চুরিও করেছেন মোট পাঁচ ইনিংস ব্য়াট করে। দলে সুযোগ না পাওয়াটা একজন ক্রিকেটারের আত্মবিশ্বাসে আঘাত আনে বলেও মত আয়ারের। তাঁর ব্য়াখ্য়া, "কারোর যদি ভাল ট্য়ালেন্ট থাকে তাহলে তার নিজেকে প্রমাণ করার জন্য় সুযোগ পাওয়া উচিত। যাতে করে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। দলে আসা যাওয়া করলে আত্মবিশ্বাসের ওপর একটা প্রভাব পড়ে। কখনও ধৈর্য্য় রাখাটা মুশকিল হয়ে যায়। কিন্তু নির্বাচনটা হাতে থাকে না। ফলে একজন প্লেয়ারের কাছে পারফরম্য়ান্স ছাড়া আর কোনও রাস্তাই থাকে না।"

West Indies India
Advertisment