Advertisment

এই বছরেই ৭ কেজি ওজন কমে গিয়েছে! ভয়ঙ্কর আপডেট নতুন KKR নেতা শ্রেয়সের

স্বপ্নের ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা তিনটে হাফসেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছেন সুপারস্টার।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

গত কয়েক সপ্তাহে স্বপ্নের ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার। সদ্য সমাপ্ত টি২০ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের সেরাও হয়েছেন। তিন ম্যাচে হাফসেঞ্চুরির হ্যাটট্রিক করে ২০৪ রান করেছেন ১৭৪ স্ট্রাইক রেটে। গোটা সিরিজে একবার-ও আউট হননি।

Advertisment

তার আগে জাতীয় টেস্ট দলের হয়ে দুরন্ত অভিষেক ঘটিয়েছিলেন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। অভিষেক টেস্টের দুই ইনিংসেই শতরান এবং অর্ধশতরান করে গিয়েছিলেন। তারপর আইপিএল নিলামে কেকেআরের কাছে ১২.২৫ কোটিতে বিক্রি হওয়া তো রয়েইছে। নাইটদের নতুন নেতাও নির্বাচিত হয়েছেন তারকা।

তবে স্বপ্নের সময় কাটালেও চলতি বছরেই দুঃস্বপ্ন ধাওয়া করেছিল শ্রেয়স আইয়ারকে। দক্ষিণ আফ্রিকা সফরে পেটের সংক্রমণে ৭ কেজি ওজন হারিয়েছিলেন তিনি। এমন ঘটনাই এবার খোলসা করলেন আইয়ার।

আরও পড়ুন: বোর্ডের চুক্তিতে বিরাট ধাক্কার মুখে পূজারা-রাহানে-হার্দিক! ঘোষণার আগেই ব্যাপক শোরগোল

টাইমস অফ ইন্ডিয়াকে শ্রেয়স আইয়ার জানিয়ে দিয়েছেন, "বছরটা যে দারুণভাবে শুরু হয়েছে, এমনটা বলব না। তবে হ্যাঁ, মোটামুটি শুরু হয়েছে। কেন এমন বলছি? বছরের প্ৰথম দিকে আমরা যখন দক্ষিণ আফ্রিকায় ছিলাম, সেই সময় আমার সাত কিলো ওজন কমে গিয়েছিল। যা-ই খাচ্ছিলাম, স্রেফ বেরিয়ে আসছিল। কেরিয়ারের নির্ঘাত অন্যতম খারাপ সময় ছিল সেটা।"

সেই পেটের সংক্রমণে কাবু হয়ে শ্রেয়স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে নামতে পারেননি। দলে আইয়ারের জায়গায় ঢোকানো হয় হনুমা বিহারিকে। এছাড়াও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের আগে যে চারজন করোনা আক্রান্ত হন, তাঁদের মধ্যে একজন ছিলেন শ্রেয়স। প্ৰথম দুই একদিনের ম্যাচে যে কারণে খেলতে পারেননি। তৃতীয় ম্যাচে নেমে দুরন্ত ৮০ করে দলকে জেতান শেষমেশ।

KKR BCCI IPL Indian Cricket Team
Advertisment