Advertisment

Yashasvi Jaiswal: যশস্বীকে দল থেকে বাদ দেন বলিউড পরিচালকের ছেলে! এখনও দাবি তিনি ঠিকই ছিলেন

Ranji Trophy: যশস্বীকে দল থেকে বাদ দিয়ে একদম ঠিক করেছিলেন, এখনও বলছেন পরিচালক পুত্র। ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন টিম ইন্ডিয়ার এই তারকা ওপেনার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yashashvi Jaiswal, Agni Chopra, যশস্বী জয়সওয়াল, অগ্নি চোপড়া,

Yashashvi Jaiswal-Agni Chopra: যশস্বী জয়সওয়াল ও অগ্নি চোপড়া একসঙ্গে ক্রিকেট খেলেছেন। (ছবি- টুইটার)

Yashasvi Jaiswal: ভারতীয় দলের তিনি তারকা খেলোয়াড়। অস্ট্রেলিয়া সফররত সেই ওপেনার যশস্বী জয়সওয়ালকে তিনি একবার টিম থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। তিনি হলেন অগ্নি চোপড়া। একইসঙ্গে খেলতেন। বলিউড পরিচালকের ছেলে। মিজোরামের হয়ে খেলতেন। এই মরশুমে ভালো রানও করেছেন। সেই অগ্নি বলছেন, তিনি যশস্বীকে দল থেকে বাদ দিয়ে ঠিক কাজই করেছিলেন। কেন বাদ দিয়েছিলেন, ভারতের অন্যতম ওপেনারকে? অগ্নি চোপড়ার দাবি, খারাপ ব্যাটিং করার জন্যই তিনি যশস্বীকে দল থেকে বাদ দিয়ে দিয়েছিলেন।

Advertisment

রঞ্জি ট্রফিতে প্রচুর রান করেছেন অগ্নি। মুম্বইয়ের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন। সেই সময়ই খারাপ ব্যাটিংয়ের জন্য যশস্বীকে বাদ দিয়েছিলেন। যশস্বী অবশ্য এখন ভারতের অন্যতম সেরা ব্যাটার। টেস্ট ক্রিকেটে প্রচুর রান করেছেন। আর অগ্নি হলেন বলিউডের ডিরেক্টর প্রযোজক বিধুবিনোদ চোপড়ার ছেলে। রঞ্জি ট্রফিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড় হলেন অগ্নি। রঞ্জিতে সেঞ্চুরির পর সেঞ্চুরি করছেন অগ্নি।  

এক পডকাস্টে কথা বলার সময় অগ্নি বলেন, 'এটা খুব মজাদার একটা ঘটনা। আমি একসময় যশস্বীকে দল থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। আমি মোটেও অন্যায় করিনি। আমি তখন মুম্বই অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। চার ম্যাচের একটা টুর্নামেন্ট ছিল। জয়সওয়াল আগের তিনটে ম্যাচ ভালো খেলতে পারেনি। আর, সেই জন্যই আমি ওকে টিম থেকে বাদ দিয়ে দিয়েছিলাম।' 

আরও পড়ুন- অভিষেক চূড়ান্ত হয়ে গেল IPL-এ ঝড় তোলা ভারতীয় তারকার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝড় তুলবেন ব্যাটে-বলে

অগ্নি এর আগেও যশস্বী জয়সওয়ালের ব্যাপারে বলেছেন। তিনি বলেছিলেন, যশস্বী গরিব ঘরের ছেলে। কিন্তু, ক্রিকেটে বেশ নাম করেছে। এতটাই নাম করেছে যে আজ ইন্ডিয়া টিমের হয়ে খেলছে। শুধু খেলছে না ইন্ডিয়ার টিমের ও একজন ওপেনার। একইসঙ্গে অগ্নি জানিয়েছিলেন যে যশস্বী তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের একজন। মুম্বই দলে খেলার সময় তিনি অনেকবার যশস্বীকে তাঁর বাড়িতে ছেড়ে দিয়ে এসেছেন বলেও অগ্নি জানিয়েছেন। সেই জয়সওয়ালের সঙ্গে তিনি একটা সময় খেলেছেন বলে আজ তাঁর গর্ব হয়। এমনটাই জানিয়েছেন অগ্নি চোপড়া।

Ranji Trophy Cricket News Indian Cricket Team Australia Cricket Team Yashasvi Jaiswal Border-Gavaskar Trophy
Advertisment