/indian-express-bangla/media/media_files/2025/10/02/indian-cricket-team-2025-10-02-20-12-05.jpg)
Indian Cricket Team: ম্যাচে এক বিশেষ মুহূর্তে কেএল রাহুল।
India Cricket Team: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আহমেদাবাদে শুরু হল ২০২৫-২৬ হোম সিজনের প্রথম টেস্ট ম্যাচ। অধিনায়ক হিসেবে প্রথম বড় দায়িত্বে থাকা শুভমান গিল টস হারলেও তাঁর নেওয়া দল নির্বাচনের সিদ্ধান্ত ঘিরেই এখন আলোচনা। তিন স্পিনার, দুই পেসার খেললেও বাদ পড়লেন তারকা ব্যাটার। দেখে নিন পূর্ণাঙ্গ একাদশ।
বাদ গেছেন আরসিবি তারকা
গিল জানিয়ে দেন, এই ম্যাচে ভারতের বোলিং আক্রমণ হবে তিনজন স্পিনার ও দুইজন পেসারকে ঘিরে। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর আছেন স্পিন বিভাগে। অন্যদিকে পেস আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। অবাক করার মত ঘটনা যে, বাদ পড়েছেন আরসিবির ব্যাটার দেবদত্ত পাডিক্কল। করুণ নায়ারের বদলি হিসেবে দলে এলেও প্রথম একাদশে জায়গা পাননি তিনি। বরং সুযোগ পেয়েছেন অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডি, যিনি সাম্প্রতিক সময়ে আবার ধারাবাহিকই নন।
আরও পড়ুন- জাদেজাকে নিয়ে বড় খবর, কেরিয়ারে এল বিশাল পরিবর্তন!
ঋষভ পন্ত চোটের কারণে খেলতে পারছেন না। ফলে উইকেট কিপিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ ধ্রুব জুরেলকে। এটি তাঁর কেরিয়ারের জন্য বড় সুযোগ। টসের সময় গিল বলেন, 'আমরা চারটি হোম টেস্ট খেলব, আর আমাদের লক্ষ্য সবগুলো জেতা। প্রস্তুতি ভালো হয়েছে। সবাই ভালো ফর্মে আছে। এটা খুব ভালো উইকেট মনে হচ্ছে। আমাদের দলে দুই সিমার – বুমরাহ আর সিরাজ, তিন স্পিনার – জাড্ডু ভাই, ওয়াশিংটন আর কুলদীপ, আর এক অলরাউন্ডার নীতীশ রেড্ডি আছে।'
আরও পড়ুন- বর্তমান ডিজিটাল যুগে গান্ধীজির মত জীবনযাপন সম্ভব?
ভারতের প্রথম টেস্টের প্লেয়িং ইলেভেন
যশস্বী জয়সওয়াল, কে. এল. রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশকুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
আরও পড়ুন- গান্ধীর পোশাক, অনন্য জীবনধারার প্রতিফলন
ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্লেয়িং ইলেভেন
তেগনারিন চন্দরপল, জন ক্যাম্পবেল, আলিক আথানাজে, ব্র্যান্ডন কিং, সাই হোপ (উইকেটকিপার), রস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিকান, খারি পিয়েরে, ইয়োহান লেইন, জেডেন সিলস।
আরও পড়ুন- জাতির জনক! মহাত্মা গান্ধীর জীবনের এই ইতিহাসটাগুলো জানতেন?
শুভমান গিলের এই সাহসী সিদ্ধান্তকে অনেকেই ভবিষ্যতের পরিকল্পনার ইঙ্গিত হিসেবে দেখছেন। তিন স্পিনার নিয়ে নামা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হলেও দেশের মাটিতে এটি কার্যকরী হতে পারে। অন্যদিকে দেবদত্ত পাডিক্কলের বাদ পড়া তাঁর কেরিয়ারে নতুন প্রশ্ন তুলে দিল। এই ম্যাচ কেবল ভারতের জয়ই লক্ষ্য নয়, তরুণ অধিনায়ক গিলের নেতৃত্বেরও বড় পরীক্ষা এই ম্যাচ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us