Shubman Gill Century: শুভমানের সেঞ্চুরিতে 'বধ' ইংরেজরা, অনন্য রেকর্ড গড়লেন ক্যাপ্টেন গিল

Shubman Gill Century: বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের ব্যাট থেকে একটি দুর্দান্ত শতরান দেখতে পাওয়া গেল। এই সিরিজে ক্যাপ্টেন গিলকে কার্যত বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া যাচ্ছে।

Shubman Gill Century: বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের ব্যাট থেকে একটি দুর্দান্ত শতরান দেখতে পাওয়া গেল। এই সিরিজে ক্যাপ্টেন গিলকে কার্যত বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া যাচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gill (7)

ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের অনন্য রেকর্ড

Shubman Gill Century:ইংল্যাান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বার্মিংহামের (IND vs ENG 2nd Test Match) এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। বার্মিংহাম টেস্টের দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে এল। ইতিপূর্বে এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। আর সেইসঙ্গে রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

Advertisment

একই টেস্ট ম্য়াচে ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি

  • ডগ ওয়াল্টার্স : প্রথম ইনিংস (২৪২) এবং দ্বিতীয় ইনিংস (১০৩) - বনাম ওয়েস্ট ইন্ডিজ, সিডনি, ১৯৬৯
  • সুনীল গাভাসকার : প্রথম ইনিংস (১২৪) এবং দ্বিতীয় ইনিংস (২২০) - বনাম ওয়েস্ট ইন্ডজ, পোর্ট অফ স্পেন, ১৯৭১
  • লরেন্স রোবে : প্রথম ইনিংস (২১৪) এবং দ্বিতীয় ইনিংস (১০০*) - বনাম নিউজিল্য়ান্ড, কিংসটন, ১৯৭২
  • গ্রেগ চ্যাপেল : প্রথম ইনিংস (২৪৭*) এবং দ্বিতীয় ইনিংস (১৩৩) - বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন, ১৯৭৪
  • গ্রাহাম গুচ : প্রথম ইনিংস (৩৩৩) এবং দ্বিতীয় ইনিংস (১২৩) - বনাম ভারত, লর্ডস, ১৯৯০
  • ব্রায়ান লারা : প্রথম ইনিংস (২২১) এবং দ্বিতীয় ইনিংস (১৩০) - বনাম শ্রীলঙ্কা, কলম্বো, ২০০১
  • কুমার সঙ্গকারা : প্রথম ইনিংস (৩১৯) এবং দ্বিতীয় ইনিংস (১০৫) - বনাম বাংলাদেশ, চট্টগ্রাম, ২০১৪
  • মারনাস লাবুশেন : প্রথম ইনিংস (২০৪) এবং দ্বিতীয় ইনিংস (১০৪) - বনাম ওয়েস্ট ইন্ডিজ, পার্থ, ২০২২
  • শুভমান গিল : প্রথম ইনিংস (২৬৯) এবং দ্বিতীয় ইনিংস (১০০*) - বনাম ইংল্যান্ড, বার্মিংহাম, ২০২৫

Rishabh Pant Dismissal: সেঞ্চুরি তো আসবে-যাবে! দলের স্বার্থেই আউট ঋষভ? ভাসছেন প্রশংসার বন্যায়

Advertisment

চা পানের বিরতি ঘোষণা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শনিবার (৫ জুলাই) করুণ নায়ার আউট হওয়ার পরই শুভমান ব্য়াট করতে নেমেছিলেন। শুরু থেকেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে দ্রুতগতিতে রান তুলতে হবে। সেই অনুসারেই ব্য়াট করতে শুরু করেন তিনি। চতুর্থ দিন চা-পানের বিরতি পর্যন্ত ১৩০ বলে ১০০ করে মাঠ ছাড়লেন তিনি। সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনিও ২৫ রানে ব্যাট করছেন। টিম ইন্ডিয়া আপাতত ৪৮৪ রানের লিড নিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে অন্তিম সেশনে কতক্ষণ ব্যাট করে টিম ইন্ডিয়া, সেটাই এখন দেখার।

Indian Cricket Team Shubman Gill IND vs ENG 2nd Test Match