Rishabh Pant Dismissal: সেঞ্চুরি তো আসবে-যাবে! দলের স্বার্থেই আউট ঋষভ? ভাসছেন প্রশংসার বন্যায়

Rishabh Pant Dismissal: ঋষভের মেজাজের সামনে টেস্ট ক্রিকেটে তৈরি হয়েছিল টি-২০'র উত্তেজনা। মাঠের চারদিকে এমন বাউন্ডারির বন্যা দেখা গেল, ইংরেজ বোলারদের কার্যত দিশেহারা দেখাচ্ছিল।

Rishabh Pant Dismissal: ঋষভের মেজাজের সামনে টেস্ট ক্রিকেটে তৈরি হয়েছিল টি-২০'র উত্তেজনা। মাঠের চারদিকে এমন বাউন্ডারির বন্যা দেখা গেল, ইংরেজ বোলারদের কার্যত দিশেহারা দেখাচ্ছিল।

author-image
Koushik Biswas
New Update
Rishabh Pant (2)

ঋষভ পন্থ দেখালেন ব্যাটিং ধামাকা

Rishabh Pant: বাংলায় একটি প্রচলিত কথা রয়েছে। মেজাজটাই আসল রাজা। শনিবার বার্মিংহামে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সহ অধিনায়ক ঋষভ পন্থ যে ব্যাটিং করলেন, তা দেখার পর অনেকে এই কথাটাই বলছেন। ঋষভের মেজাজের সামনে টেস্ট ক্রিকেটে তৈরি হয়েছিল টি-২০'র উত্তেজনা। মাঠের চারদিকে এমন বাউন্ডারির বন্যা দেখা গেল, ইংরেজ বোলারদের কার্যত দিশেহারা দেখাচ্ছিল। একটা সময় তো অনেকেই আশা করছিলেন, ঋষভ হয়ত অনায়াসেই শতরান পূরণ করতে পারবেন। কিন্তু, সেটা আর হল না। ৫৮ বলে ৬৫ রানে তিনি ফিরে গেলেন।

Advertisment

শনিবার ঋষভ ব্যাট হাতে নামতে না নামতেই নিজের লক্ষ্য একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব টিম ইন্ডিয়ার জন্য লিড বাড়ানো। সেকারণে প্রথম টেস্ট ম্য়াচে যেভাবে তিনি ধীরেসুস্থে ব্যাট করেছিলেন, বার্মিংহামে তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া গেল না। দুম-দড়াক্কা শটে ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করলেন। ইতিমধ্যে ২ বার ইংরেজ ফিল্ডাররা তাঁর ক্যাচ মিস করেন। কিন্তু, তাতেও কুছ পরোয়া নেই। ৪৪ বলে তাঁর ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এল। এই ইনিংসে ঋষভ ৮ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন।

Rishabh Pant New Record: বিপদের মুখে বিরাটের রেকর্ড, ভেঙে ফেলবেন ঋষভ পন্থ?

দ্রুত রান তুলতে গিয়েই আউট ঋষভ?

Advertisment

দ্বিতীয় ইনিংসে শুরু থেকে ঋষভ প্রত্যেক শট যথেষ্ট জোরে মারার চেষ্টা করছিলেন। আর সেকারণে ৩১ রানের মাথায় একবার তাঁর হাত থেকে ব্যাটটা ছিটকে বেরিয়ে গিয়েছিল। সেটা গিয়ে পড়ে স্কোয়ার লেগে। অনেকেই মনে করেছিলেন, এরপর ঋষভ হয়ত কিছুটা সমঝে খেলবেন। কিন্তু, সেই দৃশ্য একেবারে দেখতে পাওয়া যায়নি। দূর্ভাগ্যের বিষয়, হাত থেকে এই ব্যাট ছিটকে যাওয়ার কারণেই আউট হলেন তিনি। শোয়েব বশীরের বলে আবার তিনি শক্ত হাতে বড় শট খেলতে যান। ব্যাট আবারও ছিটকে যায় মিড-উইকেটে। অন্যদিকে, ব্যাটে-বলে ঠিকঠাক সম্পর্কও হয়নি। ডিপ মিড-উইকেটে দাঁড়িয়েছিলেন বেন ডাকেট। তিনি ক্যাচ ধরতে কোনও ভুল করেননি।

IND vs ENG 2nd Test Match: কত রানে ডিক্লেয়ার করবে টিম ইন্ডিয়া? উত্তরের অপেক্ষায় গোটা দেশ

ঋষভ ফিরে যাওয়ার পর ব্যাট করতে নেমেছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে এই জাদেজা-শুভমান জুটিই টিম ইন্ডিয়ার হয়ে ঐতিহাসিক পার্টনারশিপ গড়ে তুলেছিল। কিন্তু, দ্বিতীয় ইনিংসে সেই সময় আপাতত নেই। ৫০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ২৪৫ রান করেছেন। এগিয়ে রয়েছে ৪২৫ রানে। এই পরিস্থিতি থেকে টিম ইন্ডিয়া কতক্ষণে ইনিংস ডিক্লেয়ার করে, সেটাই আপাতত দেখার।

Rishabh Pant Indian Cricket Team