Why was Shubman Gill dropped in Melbourne Test: সিরিজ ১-১ অবস্থায় মেলবোর্নে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। তবে টসের সময় চমক দিয়ে অধিনায়ক রোহিত শর্মা দল ঘোষণা করেন। নিজে ওপেনিংয়ের স্লটে নামার পাশাপাশি জানান শুভমান গিলকে বাইরে রাখা হচ্ছে। চলতি সিরিজে ওপেন করা কেএল রাহুলকে মেলবোর্নে তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে।
এডিলেডে পিঙ্ক বল টেস্টে শুভমান দুই ইনিংসে ৩১ এবং ২৮ করেন। ব্রিসবেনে একমাত্র ইনিংসে ১ করে প্যাভিলিয়নে ফেরেন। এশিয়ার বাইরে শেষবার হাফসেঞ্চুরি এসেছিল গত বর্ডার গাভাসকার ট্রফিতে ২০২১/২২-এ। এবার টানা ব্যর্থ হওয়ার পর দলে তাঁর জায়গা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। গিল বারবার ব্যর্থ হওয়ার পরই রোহিত ওপেন করার সিদ্ধান্ত নিয়ে ফর্মে থাকা কেএল রাহুলকে গিলের ৩ নম্বরে ব্যাটিং পজিশনে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
গিলের জায়গায় প্ৰথম একাদশে জায়গা করে নেন ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাদেজার সঙ্গে যিনি দ্বিতীয় স্পিনার হিসাবে প্রথম একাদশে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ তম ম্যাচের সামনে দাঁড়িয়ে রয়েছেন শুভমান গিল। এমন অবস্থায় সহকারী কোচ অভিষেক নায়ার স্পষ্ট করেন, যে খারাপ ফর্মই গিলের বাদ পড়ার একমাত্র কারণ নয়।
আরও পড়ুন: বুমরার বলে স্ট্যাম্প ছিন্নভিন্ন হেডের, বিরাট প্রতিশোধ নিয়ে ঝড় তুললেন বুম বুম, দেখুন ভিডিও
প্ৰথম দিনের স্ট্যাম্পের শেষে শুভমান গিলের বাদ পড়া নিয়ে নায়ার বলেন, "যেভাবে পরিস্থিতি তৈরি হল সেটা গিলের জন্য দুর্ভাগ্যজনক। ও নিজেও দলের প্রয়োজনের কথা উপলব্ধি করতে পেরেছে। গিল বাদ পড়েছে- আমরা বিষয়টি এমনভাবে দেখছি না। তবে প্ৰথম একাদশে ওঁর জায়গা না হওয়া দুর্ভাগ্যজনক।"
দলের কম্বিনেশনের কারণেই নাকি গিলকে বসতে হয়েছে। পিচের চরিত্র অনুযায়ী টিম ম্যানেজমেন্ট এখানে অতিরিক্ত একজন স্পিনার খেলানোর পথে হাঁটতে চেয়েছে। নায়ারের ব্যাখ্যা, "পিচের চরিত্র অনুযায়ী আমাদের মনে হয়েছে, ওয়াশিংটন সুন্দর খেললে আমাদের বোলিংয়ে, বিশেষ করে পুরোনো বলে বৈচিত্র্য থাকবে। ট্র্যাভিস হেড, এলেক্স ক্যারিরা লোয়ার অর্ডারে ভালো রান যোগ করে চলেছে ওঁদের। তাই আমরা একজন অফস্পিনারকে খেলাতে চেয়েছি।"
"ব্যাটিংকে শক্তিশালী করতে হবে- এমন ভাবনার এই স্ট্র্যাটেজিতে ছিল না। যদি দলে ব্যাটিং শক্তি বাড়ানোর বিষয় থাকে, তাহলে গিল নিশ্চয় সুযোগ পাবে।" গিলের এই বাদ পড়ায় অবাক হয়েছেন মার্ক ওয়াহ-ও। কমেন্ট্রি করার সময় তিনি বলে দিয়েছেন, "শুভমান গিল যখন আঙুলে চোট পেয়েছিল ওঁরা দলে খেলানোর জন্য উদগ্রীব হয়ে পড়েছিল। এখন আবার ওঁরা ওঁকে বের করে দিল। ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ রেড্ডি দুজনেই বোলিং করতে পারে, যেটা আবার শুভমান পারে না।"
যাইহোক ওয়াশিংটন সুন্দর প্ৰথম দিন ১২ ওভার বল করে ক্রিজে সেট হয়ে যাওয়া মার্নাস লাবুশনেকে ফিরিয়েছেন।