/indian-express-bangla/media/media_files/2024/12/26/SR4RoKxgdpUObGyejVZm.jpg)
Bumrah dismisses Travis Head: হেডকে আউট করে বুমরার সেলিব্রেশন (টুইটার)
Jasprit Bumrah dismisses Travis Head: গোটা বর্ডার গাভাসকার ট্রফি জুড়েই ভারতের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছেন ট্র্যাভিস হেড। তবে মেলবোর্নের ব্যাটিং সহায়ক উইকেটে খাপ খুলতে পারলেন না অস্ট্রেলিয়ান সুপারস্টার। ৭ বলে রানের খাতা না খুলেই আউট হতে হল তাঁকে। ক্লিন বোল্ড করে দিলেন জসপ্রীত বুমরা।
৬৬ তম ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে মার্নাস লাবুশেন আউট হওয়ার পরই বুমরাকে আক্রমণে আনেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ট্র্যাভিস হেডের বিরুদ্ধে বুমরাকে ঝাঁপিয়ে পড়ার জন্য নতুন উদ্যমে ফিল্ডিং সাজান ক্যাপ্টেন। ভারতের পেস তারকা এরাউন্ড দ্যা উইকেট থেকে বল করতে এসে সোজা লেন্থ বল করেন।
BUMRAH SEED TO GET HEAD FOR A DUCK!#AUSvIND | #DeliveredWithSpeed | @nbn_australiapic.twitter.com/ZlpIVFca5O
— cricket.com.au (@cricketcomau) December 26, 2024
পিচের বাউন্সকে বিশ্বাস করে সোজা লিভ করে বসেন হেড। তবে বুমরার নিখুঁত লেন্থের বল সোজা হেডের অফস্ট্যাম্প উড়িয়ে দেয়। লেন্থ জাজ করতে না পেরে উইকেট খুঁইয়ে বসেন ট্র্যাভিস হেড। এই নিয়ে টেস্টে ৫০ তম বোল্ড আউট শিকার করে ফেললেন বুমরা।
আরও পড়ুন: নির্বাসন হতে পারে ICC-র, ১৯ বছরের ক্রিকেটারকে ধাক্কা দিয়ে বড় শাস্তির মুখে কোহলি
২০১৮-য় বুমরার অভিষেকের পর আর কোনও বোলার এত বেশি সংখ্যক বোল্ড করতে পারেননি। স্যাম কনস্টাসের পর্বের পর দারুণভাবে প্রত্যাবর্তন ঘটান বুমরা। লাঞ্চের পর দ্রুত হেডের পাশাপাশি মিচেল মার্শকেও ফেরত পাঠান তিনি।
মেলবোর্ন টেস্টের আগে গ্রেগ চ্যাপেল সিডনি মর্নিং হেরাল্ড-এ নিজের কলামে লিখেছিলেন, "আক্রমণাত্মক ব্যাটিং করে বুমরাহের বিরুদ্ধে রান করার দিকে লক্ষ্য রেখেছে হেড। এতে বুমরার বোলিংয়ের ঝাঁজই নিষ্ক্রিয় হয়নি, বরং তার ছন্দকেও ব্যাহত করেছে। শর্ট বল কর্তৃত্বের সাথে মোকাবিলা করা এবং ফুল লেংথ বলগুলোকে নির্ভুলভাবে ড্রাইভ করার ক্ষমতা প্রশংসনীয়। এতে ওঁর উন্নতির বিষয়গুলোই প্রতিফলিত হয়।"
তবে বক্সিং ডে-তে হেডের কারিকুরি আর চলল না। বুমরার বলেই শিকার হয়ে ফিরলেন হেড। তারপর নিজের ট্রেডমার্ক সেলিব্রেশনে মাতলেন।