India vs England Test Series: ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে শুভমান, ভাঙতে পারেন সৌরভের রেকর্ড

India vs England Test 2025: আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। দুই দলের মধ্যে পাঁচটি টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল।

India vs England Test 2025: আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। দুই দলের মধ্যে পাঁচটি টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly and Shubman Gill

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শুভমান গিল

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের কাছে ইংল্যান্ড (India vs England) সফর কখনই মসৃণ ছিল না। পরিসংখ্যান বিচার করে একথা বলা যেতেই পারে। ব্যাপারটা নিয়ে সবিস্তারে আলোচনাও করা হবে। কিন্তু, টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে শুভমান গিলের (Shubman Gill) সামনে ডেবিউ সিরিজেই ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। যদিও কাজটা একেবারেই সহজ নয়। ভারতের দলগত পারফরম্য়ান্সের উপরেই গোটা বিষয়টা নির্ভর করছে।

Advertisment

একনজরে ভারত বনাম ইংল্যান্ড হেড-টু-হেড রেকর্ড

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এখনও পর্যন্ত ১৩৬ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট দল মাত্র ৩৫ ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে, ইংল্যান্ড বাজিমাত করেছে ৫১ ম্য়াচে। বাকি ম্য়াচগুলো ড্র হয়েছে। কিন্তু, ইংল্যান্ডের মাটিতে আয়োজিত টেস্ট ম্য়াচের কথা যদি বলতে হয়, তাহলে ভারতের অবস্থা একেবারে চোখে দেখা যায় না। ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল মাত্র ৯ ম্য়াচে জয়লাভ করেছে। অর্থাৎ জয়ের সংখ্যা দুই অঙ্কও স্পর্শ করতে পারেনি।

Advertisment

IND vs ENG: ইংল্যান্ডে যাওয়ার আগেই বুমরাহকে নিয়ে 'বড় সিদ্ধান্ত', গম্ভীরের গোপন চালে হতবাক সবাই!

এই ভারতীয় অধিনায়করা ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্য়াচ জিতেছেন

এবার আলোচনা করা যাক, ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের কোন কোন অধিনায়ক টেস্ট ম্য়াচ জিততে পেরেছেন। এই তালিকায় সবার উপরে রয়েছেন বিরাট কোহলি। বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে তিনটে টেস্ট ম্য়াচ জয় করেছে। অন্যদিকে, কপিল দেবের নেতৃত্বে জিততে পেরেছে জোড়া টেস্ট ম্য়াচ। বাকি আরও ৪ অধিনায়ক একটি ম্য়াচ জিততে পেরেছেন। সেই তালিকায় নাম রয়েছে - রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহেন্দ্র সিং ধোনি এবং অজিত ওয়াদেকর।

IND vs ENG: ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড কোন ভারতীয়র? বিরাট বা রোহিত নয়, তাহলে কে?

ইতিহাস গড়তে পারবেন শুভমান?

আসন্ন সিরিজে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচটি টেস্ট ম্য়াচ খেলা হবে। যদি শুভমান এরমধ্যে দুটো টেস্ট ম্য়াচও জিততে পারেন, তাহলেই তিনি রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং অজিত ওয়াদেকরের রেকর্ড ভেঙে ফেলতে পারবেন। যদি শুভমানের নেতৃত্বে ভারত তিনটে টেস্ট ম্য়াচে জয়লাভ করে, তাহলে কপিল দেবকেও তিনি টেক্কা দিতে পারবে। আর প্রথম সিরিজেই বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করতে পারবেন। পাঁচ ম্য়াচের মধ্যে চারটেয় জিততে পারলে শুভমান কিং কোহলির রেকর্ডও ভেঙে দিতে পারেন। এই কাজটা অবশ্যই কঠিন। কিন্তু, অসম্ভব বলে তো আর কিছু হয় না!

Sourav Ganguly Indian Cricket Team Shubman Gill India vs England