IND vs ENG: ইংল্যান্ডে যাওয়ার আগেই বুমরাহকে নিয়ে 'বড় সিদ্ধান্ত', গম্ভীরের গোপন চালে হতবাক সবাই!

Jasprit Bumrah: ইংল্যান্ড সফরের আগেই জসপ্রীত বুমরাহকে নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। তাঁর সিদ্ধান্তে সকলেই অবাক হয়ে গিয়েছেন।

Jasprit Bumrah: ইংল্যান্ড সফরের আগেই জসপ্রীত বুমরাহকে নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। তাঁর সিদ্ধান্তে সকলেই অবাক হয়ে গিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah and Gautam Gambhir

জসপ্রীত বুমরাহ এবং গৌতম গম্ভীর

Indian Cricket Team: আইপিএল টুর্নামেন্ট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। টি-২০ ক্রিকেটে ধামাকার পর এবং টেস্ট ক্রিকেটে ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। এই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে পাবে না টিম ইন্ডিয়া। সম্প্রতি টেস্ট ফরম্য়াট থেকে ভারতের এই দুই ক্রিকেট মহারথী অবসর গ্রহণ করেছেন। আর সেকারণেই ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়াকে জেতানোর সিংহভাগ দায়িত্ব জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) কাঁধে এসে পড়েছে। যদিও সাংবাদিক বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ইঙ্গিত দিয়েছেন, ইংল্য়ান্ডের মাটিতে জসপ্রীত বুমরাহকে হয়ত পাঁচটা টেস্ট ম্য়াচেই খেলানো হবে না।

Advertisment

IND vs ENG 4th t20I match Report: রানার বিতর্কিত অভিষেকে ছারখার ইংল্যান্ড, দুবে-পান্ডিয়ার বিধ্বংসী হাফসেঞ্চুরিতে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

সবক'টা টেস্ট ম্যাচ খেলবেন না বুমরাহ?

ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং টেস্ট ফরম্য়াটের নয়া অধিনায়ক শুভমান গিল সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন। সেখানে তাঁরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন। এই বৈঠকেই গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল যে জসপ্রীত বুমরাহকে সবক'টা টেস্ট ম্যাচে খেলানো হবে কি না? জবাবে গম্ভীর বললেন, 'এই ব্যাপারে আমরা এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি। বুমরাহকে কোন তিনটে টেস্ট ম্য়াচে খেলানো হবে, সেটা আলোচনা সাপেক্ষ। সিরিজের ফলাফলের উপরই গোটা বিষয়টা নির্ভর করবে।' গম্ভীরের এই মন্তব্যের পর একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে ইংল্যন্ড সিরিজে জসপ্রীত বুমরাহ হয়ত প্রত্যেকটা টেস্ট ম্য়াচে নাও খেলতে পারেন।

Advertisment

Ind vs Eng: হাঁটুর অস্ত্রোপচার! ভারতের বিরুদ্ধে সিরিজ থেকেই ছিটকে গেলেন আন্তর্জাতিক তারকা

গত বর্ডার-গাভাসকার ট্রফির প্রত্যেকটা টেস্ট ম্য়াচেই খেলেছিলেন জসপ্রীত বুমরাহ। সেকারণে তাঁর শরীরের উপরে যথেষ্ট চাপ পড়ে গিয়েছিল। ফলস্বরূপ, শেষ টেস্ট ম্য়াচটা খেলার সময় তিনি চোট পেয়ে যান। মনে করা হচ্ছে, হয়ত এই কারণেই ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট আসন্ন ইংল্যান্ড সিরিজে জসপ্রীত বুমরাহকে প্রতিটা টেস্ট ম্য়াচে নাও খেলাতে পারে।

IND vs ENG Live Streaming: ইংল্যান্ডের সঙ্গে ধুন্ধুমার টেস্ট সিরিজ ভারতের, কবে কখন কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং?

বুমরাহের বিধ্বংসী রেকর্ড

ইংল্যান্ডের মাটিতে বুমরাহের বোলিং রেকর্ড যথেষ্ট ভাল। ইংল্যান্ডে তিনি এখনও পর্যন্ত ৯ টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের এই পেস ব্যাটারি মোট ৩৭ উইকেট শিকার করেছেন। পাশাপাশি ২ বার তিনি এক ইনিংসে ৫ কিংবা তার বেশি উইকেট শিকার করেছেন। যদি ইংল্যান্ডের বিরুদ্ধে এই বোলিং রেকর্ড বুমরাহ এবারও ধরে রাখতে পারেন, তাহলে অধিনায়ক শুভমান গিল এবং টিম ম্য়ানেজমেন্ট অনেকটাই দুশ্চিন্তামুক্ত হতে পারবে।

Gautam Gambhir Jasprit Bumrah India vs England Indian Cricket Team