/indian-express-bangla/media/media_files/2025/05/25/iFo0ZA8uuZBxg5xk6E5f.jpg)
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল
Shubman Gill Reaction: রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) নির্বাচকমণ্ডলী শুভমান গিলের হাতে টিম ইন্ডিয়ার ব্যাটন তুলে দিয়েছেন। এই তরুণ ব্য়াটারকেই ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। সেকারণে শনিবারই টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার সময়ই ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম ঘোষণা করেন। এই ঘোষণার পর সকলেই শুভমান গিলের প্রথম প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলেন। আর এবার শুভমান যা বললেন, তা ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেল।
অধিনায়ক হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া শুভমান গিলের
ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ইতিমধ্যে শুভমান গিলের নাম ঘোষণা করা হয়েছে। টিম ম্য়ানেজমেন্টের বিশ্বাস, গিলের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে সাফল্যের এক নয়া শৃঙ্গ স্পর্শ করবে। এই ব্যাপারে শনিবার প্রেস কনফারেন্সেও কথা বলেছিলেন অজিত আগরকর। অধিনায়ক হওয়ার পর এই প্রথমবার মুখ খুললেন শুভমান গিলও।
Shubman Gill Test Captain: কেন শুভমানকেই অধিনায়ক বাছলেন আগরকর? সামনে এল আসল কারণ
বিসিসিআই-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে শুভমান বলেন, 'একজন তরুণ ক্রিকেটার হিসেবে যখন কেউ খেলা শুরু করে, তখন প্রত্যেকের চোখেই টিম ইন্ডিয়ার হয়ে খেলার স্বপ্ন থাকে। শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলের হয়েই খেলা নয়, টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট ক্রিকেট খেলার লক্ষ্যেই অবিচল থাকে সকলে। এরপর যদি সেই টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া যায়, তাহলে তার থেকে বড় গর্বের ব্যাপার আর কিছু হতে পারে না। এটা যথেষ্ট বড় একটা দায়িত্ব।'
𝐓𝐡𝐞 𝐛𝐚𝐭𝐨𝐧 𝐩𝐚𝐬𝐬𝐞𝐬, 𝐚 𝐧𝐞𝐰 𝐥𝐞𝐚𝐝𝐞𝐫 𝐫𝐢𝐬𝐞𝐬 🇮🇳
— Indian Cricket Team (@incricketteam) May 25, 2025
Calm in mindset 😇
Fearless in intent 💪
🎥 Presenting #TeamIndia’s new Test Captain — Shubman Gill#ShubmanGill | #TestCricket | #INDvsENGpic.twitter.com/jitL8KUd4c
আপাতত আইপিএল টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি করছেন শুভমান গিল
বর্তমানে শুভমান আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। গিলের অধিনায়কত্বে GT ইতিমধ্যেই ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্লে-অফে জায়গা করে নিয়েছে। এবার অধিনায়ক হিসেবে তিনি আইপিএল খেতাব জয় করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার। আইপিএল টুর্নামেন্টের পাশাপাশি শুভমান টেস্ট ক্রিকেটের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুম শেষ হতে না হতেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন শুভমান। প্রথমে তিনি ইন্ডিয়া এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলবেন। সিরিজ শুরু হওয়ার আগে তিনি কিছুটা অনুশীলন সেরে ফেলতে চান।