Team India new captain: গত ২ বছর ধরেই ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টেস্ট স্কোয়াডে এক অদৃশ্য রূপান্তর চলছে। যে সিনিয়র ক্রিকেটাররা একটা সময় টিম ইন্ডিয়ার মেরুদণ্ড ছিলেন, একে একে তাঁরা অবসর গ্রহণ করতে শুরু করেন। এই রূপান্তর আপাতত অনেকটাই অবসন্নবেলায় এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে শনিবার (২৪ মে) আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে অধিনায়ক ঘোষণা করা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)।
এই ঘোষণার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। শুভমানকে তো অধিনায়ক হিসেবে বেছে নিলেন অজিত আগরকর? কিন্তু, এই দায়িত্ব গ্রহণ করতে শুভমান আদৌ প্রস্তুত তো? টিম ইন্ডিয়া আপাতত পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের দিকে তাকিয়ে রয়েছে। সেখানে থাকবেন না বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং রোহিত শর্মা। গত বছর বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন অবসর গ্রহণ করেছিলেন অশ্বিন। আর চলতি মাসেই রোহিত এবং কোহলি মাত্র ৫ দিনের ব্যবধানে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন।
Mohammed Shami Dropped: সামি কি এবার 'বাতিল খুচরো'? ইংল্যান্ড সফরে ঠাঁই হল না ভারতীয় পেস তারকার
ভারতের বর্তমান টেস্ট স্কোয়াড যে তুলনামূলক অনেকটাই অনভিজ্ঞ, সেটা বলার অপেক্ষা রাখে না। আশা করা হয়েছিল, রোহিত শর্মা অবসর গ্রহণ করার পর কোহলি হয়ত ইংল্যান্ড সফরে যাবেন এবং এই দলকে সঠিকভাবে গাইড করবেন। কিন্তু, ভারতের প্রাক্তন অধিনায়কের আচমকা অবসরের সিদ্ধান্ত সবাইকে হতবাক করেছিল। এই পরিস্থিতিতে শুভমান ছাড়া যে টিম ইন্ডিয়ার হাতে অন্য কোনও বিকল্প ছিল না, তা বলাই বাহুল্য। কারণ ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে জসপ্রীত বুমরাহ আগেই দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন। ঋষভ পন্থের অভিজ্ঞতা থাকলেও তাঁর খামখেয়ালিপনা কিছুটা হলেও নির্বাচকদের চিন্তায় রেখেছিল। এবার শুভমান এই গুরুদায়িত্ব কীভাবে সামলান সেটাই আপাতত দেখার।
Indian Cricket Team: ব্রিটিশ বধের লক্ষ্যে ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, কে হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক?
শুভমানকেই কেন এই দায়িত্ব দেওয়া হল? তা ব্যাখ্যা করতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, গত ২ বছরে শুভমান টেস্ট ক্রিকেটে যে উন্নতি করেছেন, তা সত্যিই চোখে পড়ার মতো। সেকারণে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
Shubman Gill Record: ইতিহাস লিখলেন শুভমান, গুজরাটের প্রথম ব্যাটার হিসেবে গড়লেন এই কৃতিত্ব
আগরকর বললেন, 'আপনি কখনও একটা কিংবা দুটো সিরিজের জন্য অধিনায়ক নির্বাচন করবেন না। এমন একজনের হাতে দায়িত্ব তুলে দিতে চাইবেন যে আগামীদিনে দলের সাফল্য আরও উঁচুতে নিয়ে যেতে পারে। আপাতত এটাই সঠিক সিদ্ধান্ত বলে আমাদের মনে হয়েছে। গত ২ বছরে শুভমান যে উন্নতি করেছে, তা সত্যিই চোখে পড়ার মতো। এই সিদ্ধান্ত গ্রহণ আমাদের কাছেও যথেষ্ট কঠিন ছিল। আশা করছি, আগামীদিনে ও এই দায়িত্ব থেকে অনেককিছু শিখতে পারবে। কিন্তু, শুভমানের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল যে সাফল্য অর্জন করবে, সেই ব্যাপারে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।'