Shubman-Sara video: অন্য মহিলার সঙ্গে 'গোপন প্রেম', চোখে-চোখেই শুভমানকে রেড অ্যালার্ট সারার! Video Viral

Shubman Gill Sara Tendulkar video: কিছুদিন আগে লন্ডনে যুবরাজ সিংয়ের একটি পার্টিতে এক ছাদের তলায় দেখা যায় এই শুভমান এবং সারাকে। আর সেখানেই দুজনের চোখে চোখে কথা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Shubman Gill Sara Tendulkar video: কিছুদিন আগে লন্ডনে যুবরাজ সিংয়ের একটি পার্টিতে এক ছাদের তলায় দেখা যায় এই শুভমান এবং সারাকে। আর সেখানেই দুজনের চোখে চোখে কথা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman-Sara Relationship: লন্ডনেও শুভমানকে চোখে চোখে রাখছেন সারা

Shubman-Sara Relationship: লন্ডনেও শুভমানকে চোখে চোখে রাখছেন সারা

Shubman Gill and Sara Tendulkar's Viral Video: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নাম প্রায়ই সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে জড়িয়ে পড়ে। যদিও আসল সত্য কী, তা কেউই নিশ্চিতভাবে জানে না। কিছুদিন আগে লন্ডনে যুবরাজ সিংয়ের একটি পার্টিতে এক ছাদের তলায় দেখা যায় এই দুই তারকাকে। আর সেখানেই দুজনের চোখে চোখে কথা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisment

যুবরাজ সিংয়ের পার্টিতে সাক্ষাৎ

ওই ফান্ডরেইজ ডিনার পার্টিতে দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি এবং ক্রিকেট দুনিয়ার বহু তারকা উপস্থিত ছিলেন। লর্ডস টেস্টের (IND vs ENG) ঠিক কয়েকদিন আগে এই ইভেন্ট হয়েছিল। ভারতীয় দলের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। এখন সেই অনুষ্ঠানের একটি ছোট্ট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া ভিডিওতে শুভমান গিল এবং সারাকে স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, শুভমান গিল এক অজ্ঞাত মহিলার সঙ্গে বসে আছেন, আর তাঁর ঠিক পিছনে সারাকে দেখা যায় মা অঞ্জলি এবং বাবা শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে বসে থাকতে। তবে সারার নজর যেন বারবার শুভমান গিলের দিকেই। শুভমানকে কিছুতেই চোখের আড়াল করছিলেন না সারা। শুভমানের প্রতি অধিকার থেকেই যেন এই দৃষ্টি, এমনটাই বলছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় মজার প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মজা করে বলছেন, শুভমান গিল অন্য মহিলার সঙ্গে কথা বলায় সারার মুখ ভার! এর আগে ওই ইভেন্টের পরদিনও অনেক ছবি ও ভিডিও সামনে এসেছিল।

 

Shubman-Sara Video: শুভমান-সারার এই মুহূর্ত ভাইরাল নেটদুনিয়ায়
Shubman-Sara Video: শুভমান-সারার এই মুহূর্ত ভাইরাল নেটদুনিয়ায়

 

আরও পড়ুন সারার সঙ্গে কবে বিয়ে দিচ্ছেন? শুভমানের রেকর্ডের দিনই বেকায়দায় শচীন

লর্ডসে ব্যর্থ গিল

ক্রিকেটের দিক থেকে দেখলে, লিডসের হেডিংলিতে শুভমান গিল দুর্দান্ত ফর্মে ছিলেন এবং দু’টি ইনিংসেই সেঞ্চুরি করেন। তাঁর দারুণ পারফরম্যান্সে ভারত ঐতিহাসিক জয় পায়। কিন্তু এরপর লর্ডস টেস্টে তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। গিল ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের জয়ের আশাও টেমসের জলে ভেসে যায়।

২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট

অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্ট ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) শুরু হবে। এই মাঠে ভারতের রেকর্ড খুব একটা ভাল নয়, এখনও পর্যন্ত একটি ম্যাচও ভারত জেতেনি এখানে।

ইংল্যান্ডের ২-১ লিড

বর্তমানে ইংল্যান্ড সিরিজে ২-১ এগিয়ে আছে। যদি ভারত ওল্ড ট্র্যাফোর্ডেও হেরে যায়, তাহলে ইংল্যান্ড সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেবে (IND vs ENG 4th Test Match)। ফলে ভারতের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমতা ফেরাতে হলে এই ম্যাচ জিততেই হবে।

Shubman Gill sara-tendulkar IND vs ENG IND vs ENG 4th Test Match