India vs England Test 2025: শুভমান গিল (Shubman Gill) ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি করে গোটা দেশের মন জয় করে নিয়েছেন। তাঁর এই অসাধারণ ইনিংসের জন্য চারিদিকে তাঁর প্রশংসা হচ্ছে। অধিনায়ক হওয়ার পর গিলের মেজাজ বদলে গেছে, যা এজবাস্টন টেস্টের (IND vs ENG 2nd Test Match) প্রথম ইনিংসেই দেখা গেছে। তিনি ২৬৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং একের পর এক রেকর্ড ভেঙে ফেলেছেন। তাঁর এই ইনিংসের প্রশংসা করেছেন স্বয়ং ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। তবে এর মধ্যেই ভক্তরা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) কথা মনে করিয়ে দিয়েছেন মাস্টার ব্লাস্টারকে। অনেকেই মজা করে জিজ্ঞাসা করছেন, শুভমান গিল আর সারার বিয়ে কবে হবে?
শুভমান গিলের ডাবল সেঞ্চুরির পর সোশ্যাল মিডিয়ায় সারা তেন্ডুলকরকে নিয়ে মিমের বন্যা বয়ে গেছে। এক ইউজার লিখেছেন, ‘সারা তেন্ডুলকরের বিয়ের সুখবর কবে শোনা যাবে? শুভমান গিল পরের ইনিংসের জন্য তৈরি।’ আসলে, গিল আর সারাকে নিয়ে মাঝেমধ্যেই সম্পর্কের গুঞ্জন ওঠে, তবে দু’জনের কেউই তা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি। বর্তমানে সারা দেশে নেই, তিনি ইউরোপে ছুটি কাটাচ্ছেন। কিছুদিন আগে তিনি লন্ডনে তাঁর দিদার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন যে তিনি এখন জুরিখে রয়েছেন। শচীনও বলেছেন, ‘শুভমান গিল আর জাডেজা আজ যেভাবে খেলেছে, সেই মনোভাব আর দায়বদ্ধতা দেখে খুব ভাল লাগল। দারুণ পারফরম্যান্স!’
অধিনায়ক গিলের রেকর্ড ডাবল সেঞ্চুরির কল্যাণে প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রান তোলে। ইংল্যান্ড জবাবে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৭৭ রান তুলেছে। গিল ৩৮৭ বল খেলে ৩০টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় ২৬৯ রান করেন। জাডেজার (৮৯ রান, ১৩৭ বল, ১০ চার, ১ ছক্কা) সঙ্গে ষষ্ঠ উইকেটে ২০৩ রানের আর ওয়াশিংটন সুন্দরের (৪২) সঙ্গে সপ্তম উইকেটে ১৪৪ রানের জুটি গড়েন। ওপেনার যশস্বী জয়সোয়ালও ৮৭ রানের ইনিংস খেলেছিলেন।
ইংল্যান্ডে কোনও ভারতীয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে সুনীল গাভাসকর আর রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে গেছেন শুভমান। তিনি ইংল্যান্ডে দ্বিশতরান করা প্রথম এশীয় অধিনায়কও হয়ে গেছেন। ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি (১৯), বেন ডাকেট (০) আর ওলি পোপ (০) আউট হয়ে যান। ডাকেট আর পোপকে আকাশ দীপ (৩৬/২) এক ওভারের দুই বলে ফিরিয়ে দেন।
আরও পড়ুন অধিনায়ক হতেই মাথা গরম? সতীর্থের উপর ভয়ঙ্কর চেঁচামেচি! ভাইরাল ভিডিও
গিল প্রায় সাড়ে আট ঘণ্টা ক্রিজে ছিলেন। সিরিজের (India vs England) সেরা ব্যাটার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন গিল, আর এই ডাবল সেঞ্চুরি তাঁর সেই লক্ষ্যপূরণের পথে বড় পদক্ষেপ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই সিরিজই তাঁর অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ। বিরাট কোহলির অবসর নেওয়ার পর তিনি চার নম্বরে ব্যাট করছেন। তিনি নিশ্চিত করেছেন যে লিডস টেস্টের মতো এখানে ইংল্যান্ড যেন ফিরতে না পারে।
আরও পড়ুন ইংল্যান্ডে নয়া ইতিহাস শুভমানের, ৫ রেকর্ডে শ্রেষ্ঠ আসনে ভারত অধিনায়ক
গিল কিছুক্ষণ ১৯৯ রানে দাঁড়িয়ে ছিলেন, তারপর জশ টঙের বল ফাইন লেগে ঠেলেই এক রান নিয়ে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর উদযাপনেই বোঝা যায় এই ইনিংস তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, যা প্রতিপক্ষ দল আর ইংল্যান্ডের সমর্থকরাও প্রশংসা করেছেন।