Shubman Gill Audio Viral: 'একদিকে মহম্মদ, অন্যদিকে কৃষ্ণা...', এ কী বললেন শুভমান গিল? তোলপাড় ক্রিকেট বিশ্ব

India vs England Test 2025: আপাতত গোধূলিলগ্নে পা রেখেছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্য়াচ। টিম ইন্ডিয়া যে বর্তমানে যথেষ্টই ব্যাকফুটে রয়েছে, তা বলা যেতেই পারে।

India vs England Test 2025: আপাতত গোধূলিলগ্নে পা রেখেছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্য়াচ। টিম ইন্ডিয়া যে বর্তমানে যথেষ্টই ব্যাকফুটে রয়েছে, তা বলা যেতেই পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs England

প্রসিদ্ধ কৃষ্ণা, শুভমান গিল এবং মহম্মদ সিরাজ

Shubman Gill: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের একটি মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভারত বনাম ইংল্য়ান্ড (India vs England) টেস্ট ম্য়াচ আপতত পঞ্চম তথা অন্তিম দিনে পা রেখেছে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিংয়ের অস্থি কঙ্কালসার চেহারাটা আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে ইংল্য়ান্ডের জয়ের জন্য ৩৭১ রান দরকার ছিল। দিনের প্রথম সেশনে উইকেটে দু'প্রান্ত থেকে বল করছিলেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj) এবং প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)।

Advertisment

প্রথম সেশনে ভারত কোনও উইকেট পা পেলেও, বেন ডাকেট এবং জ্যাক ক্রলিকে যথেষ্ট চাপে রেখেছিলেন টিম ইন্ডিয়ার এই দুই পেস তারকা। এই জুটিকে উৎসাহ দিতেই অধিনায়ক শুভমান গিল বলেন, 'একদিকে মহম্মদ রয়েছে, আর অন্যদিকে কৃষ্ণা। দুজনেই দুর্দান্ত বল করছে।' শুভমানের এই কথাটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

India vs England: 'শিখতে নয়, শেখাতে...', ছোট্ট টিপসেই ইংরেজদের 'অওকাত' বোঝালেন রোহিত! দেখুন ভিডিও

Advertisment

দেখে নিন সেই ভিডিও:

রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের হয়ে পঞ্চম দিনের শুরুটা বেশ ভালই করলেন বেন ডাকেট এবং জ্যাক ক্রলি। প্রথম উইকেটে তাঁদের মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৬৫ রানে ক্রলি আউট হয়ে গেলেও ডাকেট এখনও ১৪৪ রানে ব্যাট করছেন। দ্বিতীয় ইনিংসে ৫৩ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ২৪৮ রান করেছে। জয়ের জন্য এখনও ১২৩ রান দরকার। প্রসঙ্গত, ইংল্যান্ডের ব্যাটাররা জসপ্রীত বুমরাহকে যথেষ্ট বুঝেশুনে খেলছেন। আক্রমণ করছেন সিরাজ এবং কৃষ্ণাকে।

India vs England 1st Test Day 3: শুভমানদের মান বাঁচালেন বুমরাহ, দ্বিতীয় ইনিংসে কত লিড ভারতের?

১৯৪৮ সালে স্যার ডন ব্র্যাডম্যানের নেতৃত্বে অস্ট্রেলিয়া এই হেডিংলে ক্রিকেট গ্রাউন্ডে সর্বাধিক ৪০৪ রান তাড়া করেছিল। সম্প্রতি, ২০১৯ সালে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড এই ভেন্য়ুতেই ৩৫৯ রানের টার্গেট তাড়া করে জয়লাভ করে। সেই ম্য়াচে বেন স্টোকস অপরাজিত ১৩৫ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন। এই ম্যাচে ভারতের জন্য কি খারাপ কোনও খবর অপেক্ষা করছে? সেটা অবশ্য সময়ই বলবে।

India vs England: যশস্বী-জাডেজাদের উপর রেগে ফায়ার গাভাসকর, কী এমন করলেন টিম ইন্ডিয়ার তারকারা?

এর পাশাপাশি চতুর্থ ইনিংসে সর্বাধিক রান তাড়া করে টিম ইন্ডিয়ার বিরুদ্ধেই জয়লাভ করেছিল ব্রিটিশরা। ২০২২ সালে এজবাস্টনে জনি বেয়ারস্টো (১১৪) এবং জো রুটের (১৪২) মধ্যে গড়ে ওঠা মহাকাব্যিক পার্টনারশিপের দৌলতে ইংল্যান্ড ৩৭৮ রানের টার্গেট তাড়া করে জয়লাভ করে। অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্য়াককুলাম যে ইতিমধ্যে জয়ের গন্ধ পেতে শুরু করেছেন, তা বলা যেতেই পারে।

Mohammed Siraj Shubman Gill Prasidh Krishna India vs England