/indian-express-bangla/media/media_files/2024/12/15/tkATXlkSMa1PvgNBigyP.jpg)
Simon Katich Criticizes Mohammed Siraj’s Bowling Tactics Against Travis Head: সিরাজকে নির্বোধ বললেন কাটিচ (টুইটার)
Former Australian cricketer Simon Katich criticizes Mohammed Siraj, calling his bowling strategy against Travis Head 'dumb: গাব্বায় সেঞ্চুরিয়ন ট্র্যাভিস হেডকে থামাতে ব্যর্থ মহম্মদ সিরাজ। দিশাহীন অবস্থায় তাঁকে দেখে এবার টিপ্পনি জুড়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা সাইমন কাটিচ। অজি ইনিংসের ৬০তম ওভারে সিরাজ শর্ট বল স্ট্র্যাটেজি নিয়েছিলেন।
ট্র্যাভিস হেড রাম্প শটে সেই বল আছড়ে ফেলেন বাউন্ডারিতে। সেই সময় চ্যানেল ৭-এর হয়ে কমেন্ট্রি করছিলেন সাইমন কাটিচ। তিনি বলে দেন, "সিরাজের তরফে এটা অবিশ্বাস্য বিষয় ছিল। কারণ এক ওভার আগেই ঠিক ওই জায়গায় একজন ফিল্ডার ছিল। ওঁকে সরিয়ে দেওয়া হল। তারপর এরকম বল! কোনও ফিল্ডার ছাড়াই কীভাবে ওঁরা এটা প্ল্যান করল!"
আরও পড়ুন: বুমরার সঙ্গে আদিম মানবের তুলনা! ব্রিসবেনে বসেই বিলিতি বাঙালি কন্যের জিভে বিস্ফোরণ, তোলপাড় বিতর্ক
"এটা পুরোপুরি নির্বোধ, নির্বোধের মত ক্রিকেট। লেগ সাইডে দুজন ফিল্ডার রয়েছে। একজন ডিপ পয়েন্টে রয়েছে। পরিকল্পনামাফিক হেডের জন্য একজনকে রাখা হয়েছিল ঠিক ওই জায়গাতেই। তারপরে হঠাৎ করেই তাঁকে সরিয়ে নেওয়া হল। এখন আবার ওখানে ফিল্ডার রাখতে চলেছে ও। চোর তো পালিয়ে গেল বন্ধু।"
"That is dumb. Dumb cricket!"
— 7Cricket (@7Cricket) December 15, 2024
Simon Katich didn't miss Siraj and India for this delivery that Travis Head ramped to the boundary...#AUSvINDpic.twitter.com/tvGRG2CfIK
পিঙ্ক বল টেস্টে যেভাবে ট্র্যাভিস হেডকে সেন্ড অফ দিয়েছিলেন সিরাজ, সেই ঘটনারও সমালোচনা করেছেন কাটিচ। বলেছেন, "এটা লজ্জার যে সিরাজের ক্ষণিকের জন্য মাথা নষ্ট হয়ে গিয়েছিল। এটার কোনও প্রয়োজন ছিল না সেই মুহূর্তে। সিরাজকে এটার জন্য পস্তাতে হবে।"
এডিলেড টেস্টে বিতর্কিত সেই ঘটনার পর দুই দেশের তরফেই তীব্র সমালোচিত হয়েছিলেন সিরাজ। জল গড়ায় আইসিসির দরজাতেও। সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হয়। ট্র্যাভিস হেডের নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়।