Bumrah Faces Racial comment on Live Air: বুমরাকে আদিম মানবের তুলনা! ব্রিসবেনে বসেই বিলিতি বাঙালি কন্যের জিভে বিস্ফোরণ, তোলপাড় বিতর্ক

Border Gavaskar Trophy, India vs Australia, Brisbane Test Drama: ফার্স্ট সেশনে ভারত তিনটে উইকেট তুলে নিলেও নিয়েছিল। এর মধ্যে জসপ্রীত বুমরা একাই শিকার করেন দুই উইকেট।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jasprit Bumrah faces racial comment during India vs Australia 3rd Test

Jasprit Bumrah faces racial comment during India vs Australia 3rd Test: বুমরাকে নিয়ে আপত্তিকর মন্তব্য ঈশা গুহের (টুইটার)

Jasprit Bumrah Faces Racial Comment During India vs Australia 3rd Test: চলতি বর্ডার গাভাসকার ট্রফি যেন হয়ে দাঁড়িয়েছে বুমরা বনাম বাকি অজি ব্যাটারদের দ্বৈরথ। টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপে একাই বারবার জ্বলে উঠছেন বুম বুম বুমরা। আর বাকিরা? নৈব নৈব চ। হর্ষিত রানাকে এডিলেড টেস্টের পরেই বসিয়ে দেওয়া হয়েছে। বদলে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাওয়া আকাশ দীপ হোক বা বোলিংয়ের অন্যতম অস্ত্র সিরাজকে ভয়ঙ্কর ভোঁতা লেগেছে।

Advertisment

বুমরার চাপ হালকা করতে পারেন, এমন কোনও বোলারের সন্ধান আপাতত পাওয়া যায়নি। এডিলেড টেস্টের পরেই রোহিত হতাশ হয়ে সাংবাদিক সম্মেলনে পর্যন্ত বলে দিয়েছিলেন, "উইকেটের দুই প্রান্ত থেকে আর বুমরাকে বোলিং করাতে পারি না!"

রবিবার গোটা দিন জুড়েই চলল অস্ট্রেলীয় ব্যাটারদের সঙ্গে একা বুমরার লড়াই। সেই যুদ্ধে বুমরা রেকর্ড সংখ্যক ১২ বার টেস্টে ইনিংসে ৫ উইকেটের শিকার নিশ্চিত করলেও ট্র্যাভিস হেডের দেড়শো এবং স্টিভ স্মিথের শতরানে ভর করে অজিরা ফের একবার স্কোরবোর্ডে ভাল রান সংগ্রহ করে নিয়েছে।

দিনের শুরুতেই বুমরা জোড়া ধাক্কা দিয়েছিলেন উসমান খোয়াজা এবং নাথান ম্যাকসুইনিকে আউই করে। এরপরে নীতিশ রেড্ডি মার্নাস লাবুশেনকে ফিরিয়ে দেওয়ার পর বেশ চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে হেড-স্মিথের ব্যাটে চতুর্থ উইকেটে ২৪১ রানের বিরাট পার্টনারশিপ ভারতকে ম্যাচ থেকে ছিটকেই দিয়েছিল।

Advertisment

এরপরে বুমরা দ্বিতীয় নতুন বল হাতে ম্যাজিক দেখিয়ে পরপর তুলে নেন স্মিথ, হেড এবং মিচেল মার্শকে। বুমরা চলতি সিরিজেই দুবার ইনিংসে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়লেন।

আরও পড়ুন: এবার ক্ষতি করার চেষ্টা জাদেজাকে! সিরাজকে মাঠেই ধুয়ে দিলেন জাড্ডু, দেখুন দুই তারকার গনগনে ভিডিও

তবে এর মধ্যেই বুমরাকে জড়িয়ে বিতর্ক বাঁধিয়ে ফেলেছেন ধারাভাষ্যকার ঈশা গুহ। বুমরা যখন খেলা শুরু হতেই দুই অজি ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছেন সেই সম্প্রচারকারী চ্যানেলের হয়ে কমেন্ট্রি করছিলেন ব্রেট লি এবং ঈশা গুহ। ব্রেট লি বুমরার প্রশংসায় উদবাহু সমালোচনা করতে গিয়ে বলে দিয়েছিলেন, "বুমরা আজকে ৫ ওভারেই ২ মেডেন সহ ২ উইকেট। এটাই ম্যাচের টোন। এগুলোই দলের প্রাক্তন অধিনায়কের কাছে সবাই প্রত্যাশা করে।"

এরপরেই মুখ খুলে বিতর্ক বাড়িয়ে দেন সহ ধারাভাষ্যকার ঈশা গুহ। প্রবাসী এই বঙ্গসন্তানের জন্ম কর্ম পরিচিতি পুরোটাই ইংল্যান্ডে। তিনি লি-কে বলে দেন, "বুমরা হল এমভিপি। 'মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট।' তাই নয় কি? বুমরাই ভারতের হয়ে যাবতীয় উত্তর দিয়ে চলেছে। এই কারণেই এই ম্যাচের বিল্ড আপের সময় ওঁকে নিয়ে যাবতীয় আগ্রহ ছিল। ও ফিট হয়ে উঠবে কিনা, তা নিয়ে চর্চা ছিল সব জায়গায়।"

ঘটনাচক্রে, বুমরাকে প্রাইমেট বা আদিম মানব বলে সম্বোধন করে কুখ্যাত মাঙ্কি গেট বিতর্ক উস্কে দিয়েছেন ঈশা গুহ। ২০০৮-এ হরভজন বনাম সাইমন্ডস বিতর্ক ঝড় তুলেছিল বর্ডার গাভাসকার ট্রফিতে। সাইমন্ডসকে বর্ণ বিদ্বেষী মন্তব্য করার অপরাধে তিন ম্যাচ নির্বাসিত হতে হয় ভাজ্জিকে। এবার ঈশা গুহকে নিয়ে ঝড় উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তিনি কোনও শাস্তি পান কিনা, সেটাই আপাতত দেখার।

Cricket Australia Australia Indian Cricket Team Jasprit Bumrah Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy