Sri Lanka beats Bangladesh in 3rd ODI: কুশল মেন্ডিসের (Kusal Mendis) দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে (Bangladesh Cricket Team) তৃতীয় ওয়ানডে ম্যাচে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা (Sri Lanka Cricket Team)। মেন্ডিস তাঁর কেরিয়ারের ষষ্ঠ ওয়ানডে শতরান করে শ্রীলঙ্কাকে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিরুদ্ধে ৯৯ রানের দুর্দান্ত জয় এনে দিয়েছেন। শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। সিরিজ নির্ধারণী এই ম্যাচে শ্রীলঙ্কা পুরোপুরি বাংলাদেশকে কবজায় রেখে দেয়। প্রথমে ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে, পরে বোলিংয়েও ছড়ি ঘোরায়।
শ্রীলঙ্কা দেয় ২৮৬ রানের বড় টার্গেট
শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কুশল মেন্ডিসের সেঞ্চুরির ওপর ভর করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান তোলে। মেন্ডিস ১৮টি চারের সাহায্যে ১২৪ রান করেন। অধিনায়ক আসালাঙ্কাও দারুণ ইনিংস খেলেন, করেন ৫৮ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন হাসারাঙ্গার বিষাক্ত স্পিনে ধ্বংস বাংলাদেশ, টাইগারদের 'নাগিন ডান্স' থামিয়ে দিল শ্রীলঙ্কা
১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ
মাত্র ৩৯.৪ ওভারে বাংলাদেশ ১৮৬ রানেই অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটিং একেবারে ভেঙে পড়ে। বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৫১ রান করেন তৌহিদ হৃদয়। ৭৮ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। তবে আর কোনও ব্যাটারই ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ২৮ রান করে আউট হন।
শ্রীলঙ্কার হয়ে দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো দারুণ বোলিং করে ৩টি করে উইকেট শিকার করেন। স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসও ২টি করে উইকেট নেন।
শতরান করার পর কী বললেন কুশল মেন্ডিস?
মেন্ডিস ম্যাচের পর বলেন, ‘আমার ব্যাটিং কোচ বলেছিলেন, আমি যদি রান করি তাহলে আমরা জিতব। আগের ম্যাচে আমি অন্যভাবে খেলেছিলাম, তবে আজ কোচের সঙ্গে কথা বলার পর নিজের স্বাভাবিক খেলাই খেলেছি। পিচটা প্রথমে কিছুটা স্লো ছিল, তবে পরে ভাল হয়ে যায়।’