Advertisment

ছিটকে গেলেন স্মিথ, নামা হবে না লিডসে

লিডসের হেডিংলিতে নামা হচ্ছে না স্টিভ স্মিথের। চলতি অ্য়াশেজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন স্টিভ স্মিথ। জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্য়াঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ফেসবুক পেজে জানিয়ে দিল এই খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
Smith ruled out of third Ashes Test

‌অ্যাশেজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন স্মিথ (ছবি-ক্রিকেট অস্ট্রেলিয়ার ফেসবুক পেজ)

লিডসের হেডিংলিতে নামা হচ্ছে না স্টিভ স্মিথের। চলতি অ্য়াশেজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন স্টিভ স্মিথ। জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্য়াঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ফেসবুক পেজে জানিয়ে দিল এই খবর। স্মিথ এখনও পুরোপুুরি কনকাশন মুক্ত হতে পারেননি বলেই তাঁকে খেলানোর কোনও ঝুঁকি নিচ্ছে না অজিরা।

Advertisment

আরও পড়ুন:  স্মিথ কি তৃতীয় টেস্টে খেলবেন? জানিয়ে দিলেন অজি দলের ভাইস-ক্য়াপ্টেন

তিন ম্য়াচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। লিডসে জিতলেই সিরিজ তাদের ঘরেই থেকে যাবে। লিডসে স্মিথের জায়গায় কে খেলবেন সে ব্য়াপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি টিম ম্য়ানেজমেন্ট। সম্ভবত তাঁর জায়গায় মার্নাস লাবুশানের খেলার সম্ভাবনাই বেশি।

Advertisment

চলতি অ্যাশেজে দুরন্ত ফর্মে রয়েছেন স্মিথ। ১২৬-এর গড়ে ৩৭৮ (১৪৪, ১৪২, ৯২) রান করেছেন তিনি। এর মধ্য়ে দু’টি অস্ট্রেলিয়ার ৩৭ শতাংশ রানই এসেছে তাঁর ব্য়াট থেকে। ফলে বোঝাই যাচ্ছে, স্মিথ এই দলে কত’টা অপরিহার্য। এদিন জাস্টিন ল্য়াঙ্গারের সঙ্গে পিচ পরিদর্শনও করেন স্মিথ। স্মিথ খেলতে পারবেন না জানার পর হতাশায় ভেঙে পড়েছিলেন। ল্য়াঙ্গারই তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এদিন অস্ট্রেলিয়ার টিম ডাক্তারও স্মিথের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মাঠে।

Australia Steve Smith England
Advertisment