Advertisment

স্মিথ কি তৃতীয় টেস্টে খেলবেন? জানিয়ে দিলেন অজি দলের ভাইস-ক্য়াপ্টেন

চলতি অ্যাশেজে দুরন্ত ফর্মে রয়েছেন স্মিথ। ১২৬-এর গড়ে ৩৭৮ রান করেছেন তিনি। এর মধ্য়ে দু'টি ১৪০-এর ওপর ইনিংস রয়েছে। অস্ট্রেলিয়ার ৩৭ শতাংশ রানই এসেছে তাঁর ব্য়াট থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Will Steve Smith play in third Ashes 2019 Test? Australia vice-captain Travis Head provides update

স্মিথ কি লিডস টেস্টে খেলবেন? জানিয়ে দিলেন অজি দলের ভাইস-ক্য়াপ্টেন

হাতে আর ৪৮ ঘণ্টা। তারপরেই লিডসে শুরু অ্যাশেজের তৃতীয় টেস্ট। এখন একটাই প্রশ্ন চারদিকে। জ্রোফ্রা আর্চারের বাউন্সারে আঘাত পাওয়া স্টিভ স্মিথ কি আদৌ লিডসে নামতে পারবেন?

Advertisment

অস্ট্রেলিয়ার সমর্থকরা জানতে চাইছেন কেমন আছেন তাঁদের এক নম্বর ব্য়াটসম্য়ান। তিনি কি পুরোপুরি বিপদমুক্ত এখন? সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তর দিলেন স্মিথের দলের ভাইস ক্য়াপ্টেন ট্র্য়াভিস হেড। সেই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে।

আরও পড়ুন: লিডসে হয়তো নেই স্টিভ স্মিথ

 

হেড বললেন, "আমি সকালেই ওকে দেখেছি। আগের থেকে ভাল লাগল। এটা অবশ্য়ই ইতিবাচক দিক। আমাদের টিম ডাক্তার রিচার্ড শ এই সফরে সকলের জন্য়ই দুর্দান্ত কাজ করছেন। আমি জানি উনি স্মিথেরও দেখভাল করছেন। আশা করছি আগামী কয়েক দিনের মধ্য়ে ও বিশ্রাম নিয়ে আরও ভাল হয়ে উঠবে। ও আপাতত একটা প্রক্রিয়ার মধ্য়ে দিয়ে যাচ্ছে।"

দ্বিতীয় অ্যাসেজের চতুর্থ দিনেই ঘটে গেছিলো অঘটন। জোফ্রা আর্চারের প্রায় দেড়শো কিমির এক মারণ-বাউন্সার আছড়ে পড়েছিল স্টিভ স্মিথের ঘাড়ে। মাঠেই লুটিয়ে পড়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ মাঠে শুয়ে ছিলেন তিনি।

আরও পড়ুন: স্মিথকে দেখে আমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল: জোফ্রা আর্চার

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের স্পোর্টস মেডিসিন চিকিৎসক জানিয়েছেন, স্টিভ স্মিথের পুরোপুরি কনকাশন মুক্ত হতে এখনও ২৪ ঘণ্টা লাগবে। তারপরেই খেলার বিষয়ে চিন্তাভাবনা করতে পারবেন তাঁরা। হেডের কথা শুনে মনে হচ্ছে স্মিথকে লিডসে দেখা যেতেই পারে।

চলতি অ্যাশেজে দুরন্ত ফর্মে রয়েছেন স্মিথ। ১২৬-এর গড়ে ৩৭৮ রান করেছেন তিনি। এর মধ্য়ে দু'টি ১৪০-এর ওপর ইনিংস রয়েছে। অস্ট্রেলিয়ার ৩৭ শতাংশ রানই এসেছে তাঁর ব্য়াট থেকে। ফলে বোঝাই যাচ্ছে, স্মিথ এই দলে কত'টা অপরিহার্য।

Australia Steve Smith England
Advertisment