বুধবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে রোহিত শর্মাদের আগে হরমনপ্রীত কাউররা মাঠে নেমেছিল। কিন্তু তিন ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই ধাক্কা খেয়েছে ভারতের মহিলা ব্রিগেড। নিউজিল্যান্ড এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছিল। জবাবে হরমনপ্রীতরা পাঁচ বল বাকি থাকতে ১৩৬ রানে অলআউট হয়ে যায়। এই হারা ম্যাচেই এক অনন্য নজির গড়লেন টিম ইন্ডিয়ার স্টার ক্রিকেটার স্মৃতি মন্ধনা। দেশের জার্সিতে দ্রুততম মহিলা হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হাফ-সেঞ্চুরি হাঁকালেন।
এই মাইলস্টোন গড়ার পথে ভারতীয় ওপেনার নিজের রেকর্ডই ভাঙেন। এর আগে স্মৃতি গতবছর মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে ৫০ করেছিলেন। এদিন এক বল কম নিলেন অর্ধ-শতরান করতে। মন্ধনা ৩৪ বলে ৫৮ রানে থামলেন। সাতটি চার ও তিনটি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে। মহিলাদের টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধ-শতরান করার নজির রয়েছে নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের। ২০০৫ সালে ভারতের বিরুদ্ধেই তিনি ১৮ বলে ৫০ করেছিলেন। আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধ-শতরানকারী ক্রিকেটারদের তালিকায় ছ'নম্বরে থাকলেন স্মৃতি।
আরও পড়ুন: আইসিসি-র বর্ষসেরা হলেন স্মৃতি মন্ধনা
গত বছরের মতোই এবছরও দুরন্ত ফর্মে আছেন স্মৃতি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান-ডে সিরিজে তাঁর ব্যাট থেকে তিন ম্যাচ মিলিয়ে এসেছিল ১৯৬ রান। সিরিজের সেরার পুরস্কারও ছিনিয়ে নেন স্মৃতি। ২০১৮-তে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন স্মৃতি। জিতেছিলেন রেচেল হেহো ফ্লিন্ট পুরস্কার। পাশাপাশি ওয়ান-ডে ফর্ম্যাটে সেরা নির্বাচিত হওয়ায় জিতেছেন আইসিসি উইমেন’স অ্যাওয়ার্ড।