Smriti Mandhana salary and net worth: স্মৃতি মান্ধানা আজ, ১৮ জুলাই তাঁর জন্মদিন উদযাপন করছেন। এবছর তিনি ইংল্যান্ডে নিজের জন্মদিন পালন করছেন। বিশ্বজুড়ে তাঁর অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় এই তারকা ক্রিকেটারকে। অনেকেই গুগলে খুঁজছেন, তিনি কবে ক্রিকেট খেলতে শুরু করেছিলেন, তাঁর পছন্দ-অপছন্দ কী, কিংবা তাঁর নেট ওয়ার্থ কত। চলুন নেওয়া যাক কত সম্পত্তির মালকিন স্মৃতি।
স্মৃতি মান্ধানা ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং ধনী মহিলা ক্রিকেটারদের একজন। তিনি বহু বছর ধরে জাতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ২৮ বছর বয়সী স্মৃতির রয়েছে যথেষ্ট নেতৃত্বের অভিজ্ঞতা। মহিলা প্রিমিয়ার লিগে (WPL) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)-এর অধিনায়ক হিসেবে ২০২৪ সালে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ভারতের হয়েও একাধিকবার অধিনায়কত্ব করেছেন। ভবিষ্যতে নিয়মিতভাবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
নেট ওয়ার্থ ৩২-৩৩ কোটি টাকার আশেপাশে
রিপোর্ট অনুযায়ী, স্মৃতি মান্ধানার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩২ থেকে ৩৩ কোটি টাকা। বছরে তিনি প্রায় ৫-৬ কোটি টাকা রোজগার করেন। তাঁর আয়ের প্রধান উৎস বিসিসিআই এবং WPL-এর চুক্তি, ম্যাচ ফি এবং বিজ্ঞাপন (Endorsement)। স্মৃতি এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যার মধ্যে রয়েছে ৭টি টেস্ট, ১০৩টি ওয়ানডে ও ১৫৩টি T20 ম্যাচ।
আরও পড়ুন স্মৃতি মান্ধানার ব্য়াপারে ৫ অজানা তথ্য়, শুনলে অবাক হবেন আপনি!
BCCI থেকে ৫০ লক্ষ টাকার চুক্তি
স্মৃতি মান্ধানা বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে আছেন এবং তাঁকে গ্রেড A+ তে রাখা হয়েছে। এই ক্যাটাগরির খেলোয়াড়দের বছরে প্রায় ৫০ লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া ম্যাচ ফি হিসেবে আলাদাভাবে অর্থ পান। একজন মহিলা ক্রিকেটার একটি টেস্ট ম্যাচ খেললে ১৫ লাখ, একটি ওয়ানডে ম্যাচে ৬ লাখ এবং একটি টি২০ ম্যাচে ৩ লাখ টাকা পান।
WPL-এ ৩.৪০ কোটি টাকার চুক্তি
WPL-এ স্মৃতি মান্ধানা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক। RCB তাঁর সঙ্গে ৩.৪০ কোটি টাকার চুক্তি করেছে। তাঁর নেতৃত্বেই দল ২০২৪ সালে WPL চ্যাম্পিয়ন হয়েছে।
বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট
স্মৃতি মান্ধানা অনেক বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত, যা তাঁর আয়ের একটি বড় উৎস। তিনি নাইকি, পুমা, বর্নভিটা-র মতো বিখ্যাত ব্র্যান্ড এন্ডোর্স করেন। পাশাপাশি ডাবর, বিভিন্ন হেলথকেয়ার ও ফুড কোম্পানির সঙ্গেও তাঁর চুক্তি রয়েছে।