Snehasish Ganguly and Wife Accident: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। জানা গিয়েছে, রবিবার তিনি ছুটি কাটানোর জন্য সস্ত্রীক পুরী (Puri) গিয়েছিলেন। পুরীর সমুদ্রসৈকতে তিনি স্ত্রী অর্পিতার সঙ্গে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি নিয়ে মেতে ছিলেন। জানা গিয়েছে, সেইসময় স্পিডবোটটি আচমকাই উল্টে যায়।
ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে যে উত্তাল সমুদ্রের মধ্যে স্পিডবোটটি উল্টে গিয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় নুলিয়ারা স্নেহাশিস এবং তাঁর স্ত্রী'কে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। অবশেষে রবারের টিউব ভাসিয়ে তাঁদের ফিরিয়ে আনা হয়েছে।
দেখে নিন সেই ভিডিও:
স্নেহাশিসের স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, এই স্পিডবোটে খুব বেশি যাত্রী তোলার ক্ষমতা ছিল না। সেকারণে বোটটি যথেষ্ট হালকা ছিল। আর তাই উল্টে গিয়েছে।
দুর্ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, 'সমুদ্রের ঢেউ যথেষ্ট উত্তাল ছিল। এই স্পিডবোটে ১০ জন চড়ার মতো ক্ষমতা ছিল। কিন্তু, বেশি টাকার লোভে মাত্র ৩-৪ জনকেই তোলা হয়। এটাই দিনের শেষ বোট ছিল। আমরা সমুদ্রে যাওয়ার আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম। কিন্তু, অপারেটররা বলেছিল যে ভয়ের কোনও কারণ নেই।'
Howrah Puri Vande Bharat: যাত্রী স্বার্থে যুগান্তকারী পদক্ষেপ, এবার চাইলেই মিলবে হাওড়া-পুরী টিকিট, রেলের মারকাটারি উদ্যোগের প্রশংসা সর্বত্র
অর্পিতার কথায়, তাঁরা মাঝসমুদ্রে যেতে না যেতেই একটা বিশাল বড় ঢেউ স্পিডবোটে এসে ধাক্কা মারে।
তিনি বললেন, 'যদি ওইসময় নুলিয়ারা এগিয়ে না আসতেন, তাহলে আজ হয়ত আমরা প্রাণে বাঁচতাম না। আমি এখনও পর্যন্ত গভীর ট্রমায় রয়েছি... জীবনে কখনও এমন ঘটনার সাক্ষী হতে হয়নি। যদি নৌকায় আরও যাত্রী তোলা হত, তাহলে হয়ত এটা উল্টে যেত না।'
Jagannath Temple Puri Viral Video: পুরীতে এবার চরম চাঞ্চল্য! মন্দিরের পবিত্র পতাকা ঠোঁটে নিয়ে উড়ে গেল ঈগল! ভিডিও ভাইরাল হতেই শুরু আধ্যাত্মিক জল্পনা!
পাশাপাশি তিনি ওই অপারেটরদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়েছেন।
তিনি বললেন, 'এই ধরনের স্পোর্টস অ্য়াক্টিভিটি অবিলম্বে বন্ধ করা উচিত। পুরীর সমুদ্রে ঢেউ যথেষ্ট উত্তাল হয়ে থাকে। একবার কলকাতা ফিরতে দিন, তারপর পুলিশ সুপারিন্টেনডেন্ট এবং মুখ্যমন্ত্রীকে এই ধরনের স্পোর্টস বন্ধ করার জন্য চিঠি লিখব।'