Advertisment

রাহানের সাফল্যে ভাগ বসিয়েছেন কে! অস্ট্রেলিয়া কীর্তির কথা উঠতেই বিস্ফোরণ মুম্বইকরের

অস্ট্রেলিয়ায় অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজ জিতেছেন। তবে এবার সাক্ষাৎকারে বেনজির দাবি করলেন রাহানে।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR একাদশে সাত দেশির কোটায় কারা দলে, কারা বাইরে! হিসাব দেখে মিলিয়ে নিন

গত অস্ট্রেলিয়া সফরে এডিলেড টেস্টে হারের পরে স্বপ্নের প্রত্যাবর্তন ঘটিয়েছিল টিম ইন্ডিয়া। আর মেলবোর্নে যাঁর ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ানো শুরু ভারতের, তিনি কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া অজিঙ্কা রাহানে। তিনিই এবার চাঞ্চল্যকর মন্তব্যে বড়সড় ইঙ্গিত দিলেন।

Advertisment

টানা ব্যর্থতার জেরে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার মুখে রাহানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে জায়গা না-ও মিলতে পারে তারকার। এমন আবহেই বড়সড় বিস্ফোরণ রাহানের। সাধারণত, নিজের মনের কথা খোলাখুলি প্রকাশ করেন না তারকা। তবে গত অস্ট্রেলিয়া সফর নিয়েই এবার বেনজিরভাবে মুখ খুলতে দেখা গেল তাঁকে।

আরও পড়ুন: একজন-দুজন নন, শ্রীলঙ্কার বিরুদ্ধে চার সিনিয়র বাদ পড়ছেন টিম ইন্ডিয়ায়! তুঙ্গে আলোচনা

গত দু-বছর ধরেই ব্যাটে রান নেই মুম্বই তারকার। অনেক ক্রিকেট বিশেষজ্ঞের ধারণা রাহানে জাতীয় দলের হয়ে নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন। তবে রাহানে সাফ জানিয়ে দিচ্ছেন, যাঁরা এমনটা বলছেন, তাঁরা মোটেই ক্রিকেট বোঝেন না।

ব্যাকস্টেজ উইথ বোরিয়া-তে রাহানে একাধিক বিষয় নিয়ে খুল্লামখুল্লা মুখ খুলেছেন। সেখানেই অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গ এসেছে যথারীতি। সেই প্রসঙ্গ উঠতেই মিস্টার ডিপেন্ডবল বলে দিয়েছেন, অজি সফরে এমন অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যাঁর কৃতিত্ব নিয়েছিলেন অন্য কেউ।

"যখন সকলে বলে আমার কেরিয়ার শেষ, তখন মুখে হাসি আসে। যাঁরা ক্রিকেটটা অন্তত বোঝেন, তাঁরা কখনই এমনটা বলবেন না। সকলেই জানেন লাল বলের ক্রিকেটে আমার অবদান কী, অস্ট্রেলিয়ায় এমনকি তারও আগে কী ঘটেছিল। যাঁরা খেলা বোঝেন তাঁরা অন্তত যুক্তিপূর্ণ মন্তব্য করেন।"

আরও পড়ুন: শনিবারই IPL-এ ১০ দলের সুপারহিট নিলাম! কখন, কোন চ্যানেলে দেখা যাবে, জানুন

এমনটা জানিয়ে রাহানের বিতর্কিত বক্তব্য, "অস্ট্রেলিয়ায় কী করেছি, সেটা আমি অন্তত জানি। আমি এমন স্বভাবের নয় যে সামনে এসে কৃতিত্ব নেব। এমন অনেক সিদ্ধান্ত ছিল, যেটা পুরোপুরি আমি নিয়েছিলাম। তবে অন্য কেউ সেই কৃতিত্বে ভাগ বসিয়েছিল। আমার কাছে অবশ্য সিরিজ জয় বেশি গুরুত্বপূর্ণ ছিল।" কে সেই ব্যক্তি, তা অবশ্য জানাননি রাহানে। তবে সাফ জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত কৃতিত্বের থেকে দলীয় সাফল্যও তাঁর কাছে সবসময় প্রাধান্য পাবে।

এডিলেডে দিন রাতের টেস্টে ভারত লজ্জাজনক হার হজম করে। এরপরে কোহলি সন্তান জন্মের জন্য দেশে ফিরে আসেন। কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে মেলবোর্নে স্বপ্নের জয় এনে দেন রাহানে। নিজে ব্যাট হাতে দুরন্ত শতরানও হাঁকিয়ে যান। এরপরে ভারত সিডনি টেস্ট ড্র করার পরে শেষে ব্রিসবেনে অজি দাপট চূর্ণ করে সিরিজ জিতে নেয় ঐতিহাসিকভাবে।

কোহলির পরিবর্তে যেভাবে দলকে অস্ট্রেলিয়ায় সাফল্য এনে দিয়েছেন, তাতে দেশের ক্রিকেট মহলের কুর্নিশ আদায় করে নিয়েছিলেন মুম্বইকর। এই মুহূর্তে অবশ্য পরিস্থিতি অনেকটাই আলাদা। ঋদ্ধিমান, ইশান্ত শর্মা, পূজারার সঙ্গেই আসন্ন শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ছেঁটে ফেলা হতে পারে তারকাকে।

দক্ষিণ আফ্রিকায় চরম ব্যর্থ হওয়ার পরে রাহানে ফর্ম ফেরানোর তাগিদে নামছেন রঞ্জি ট্রফিতে। শ্রীলঙ্কা সিরিজের কথা না ভেবে মুম্বইয়ের জার্সিতে রঞ্জিতে ব্যাট হাতে জ্বলে উঠে নিজের জাত চেনাতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Ajinkya Rahane Indian Team
Advertisment