Advertisment

বাগান সমর্থকদের জন্য় বিশেষ বার্তা নর্ডের, জন্মদিনের রিটার্ন গিফ্ট পাঠালেন প্রাক্তন ঘরের ছেলে

নর্ডে এখন কলকাতা থেকে ৪১০৭ কিলোমিটার দূরে রয়েছেন। খেলবেন আজার বাইজান প্রিমিয়র লিগে। ওখানকার জিরা এফকে ক্লাবের হয়ে সই করেছেন তিনি। প্রস্তুতি ম্য়াচে গোলও করেছেন ওই ক্লাবের হয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
sony-norde-mohunbagan

বাগান সমর্থকদের জন্য় বিশেষ বার্তা নর্ডের, জন্মদিনের রিটার্ন গিফ্ট পাঠালেন প্রাক্তন ঘরের ছেলে

না মোহনবাগান সমর্থকরা তাঁকে ভুলতে পেরেছেন, না তিনি ভুলেছেন মোহনবাগান ক্লাবকে। হোসে র‌্যামিরেজ ব্য়ারেটোর পর সবুজ-মেরুন সমর্থকরা ক্লাবে খেলে যাওয়া বিদেশিদের মধ্য়ে সবচেয়ে বেশি ভালোবাসার ডালি উপচে দিয়েছে সনি নর্ডেকে। আজও এই ফুটবলার তাঁদের হৃদয়ে অন্য় জায়গায় রয়েছেন।

Advertisment

সেই ২০১৪ সালে ঢাকার শেখ জামাল ধানমুন্ডি ক্লাব ছেড়ে চলে এসেছিলেন মোহনবাগানে। ২০১৭ পর্যন্ত ক্লাবের হয়ে সেরাটা উজার করে দিয়েছিলেন হাইতির স্ট্রাইকার। এরপর ২০১৮-২০১৯ মরসুম খেলে ক্লাব ছাড়েন তিনি। চোট-আঘাতের জন্য় আর থাকতে চাননি মোহনবাগানে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের পরে এবার মোহনবাগান! সৌরভকে সম্মানের ডালি উপুড় করল সবুজ-মেরুন

নর্ডে এখন কলকাতা থেকে ৪১০৭ কিলোমিটার দূরে রয়েছেন। খেলবেন আজার বাইজান প্রিমিয়র লিগে। ওখানকার জিরা এফকে ক্লাবের হয়ে সই করেছেন তিনি। প্রস্তুতি ম্য়াচে গোলও করেছেন ওই ক্লাবের হয়ে। কিন্তু বাগানের প্রাক্তন ফুটবলারের মনে এখনও মোহনবাগানই বিরাজমান।

ঘটনাচক্রে শনিবার নর্ডের জন্মদিন। বাগানের সমর্থকরা তাঁকে কিন্তু শুভেচ্ছা জানাতে ভোলেননি।  ফেসবুকে বাগান সমর্থকদের জন্য়ই একটি আবেগঘন পোস্ট লিখলেন তিনি। নর্ডে জানান, "সকলকে শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। আমি সমস্ত বার্তা পেয়েছি কিন্তু সবাইকে উত্তর দিতে পারিনি। এই বিশেষ দিনে আমার কথা ভাবার জন্য় আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ। সমস্ত মোহনবাগান ফ্য়ানেদের অনেক ভালবাসা। মোহনবাগান চিরকাল আমার হৃদয় থাকবে।" নর্ডের এই পোস্ট দেখার পরেই বাগান সমর্থকরা ফের একবার তাঁকে ভালবেসে ফেলেন।

অন্য়দিকে আগামী সোমবার মোহনবাগান দিবস পালিত হবে ক্লাব তাঁবুতে। ২৯ জুলাই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, চুনী গোস্বামী, লিয়েন্ডার পেজের পিতা ভেস পেজ এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো মহাতারকাদের ক্লাবের পক্ষ থেকে আজীবন সদস্য়পদ দেওয়া হবে।

Mohunbagan
Advertisment