ভারত সফরের প্রথম দিনেই ক্রিকেটের বৃহত্তম স্টেডিয়ামে হাজির ট্রাম্প। আর ট্রাম্পের হাত ধরেই উদ্বোধন করা হচ্ছে দুনিয়ার বৃহত্তম স্টেডিয়ামের। ১ লক্ষ ২৫ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের উদ্বোধন করতে কেন্দ্রীয় সরকারের তরফে 'হাউডি মোদী'র আদলে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠান করা হয়েছে। দুনিয়ার তাবড় তাবড় ভিআইপি এখন মোদীর রাজ্যের আমেদাবাদে। বিশ্বের নজরে নমস্তে ট্রাম্প। আর এই অনুষ্ঠানেই হাজির হয়ে গেলেন বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। ট্রাম্প অনুষ্ঠানে আমন্ত্রিত বোর্ড সভাপতি। তার সঙ্গেই মোতেরায় হাজির হয়েছেন বোর্ডের সচিব জয় শা-ও।
The ROAR of Gujarat will be heard across the globe ????????????????!#MoteraStadium is all set to welcome President @realDonaldTrump FLOTUS @MELANIATRUMP & @IvankaTrump.#NamasteTrump @NamasteTrump pic.twitter.com/ZsbLQibs4b
— Anurag Thakur (@ianuragthakur) February 24, 2020
এই প্রথম ভারতের মাটিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন বেলা ১১.৪০-এ আমেদাবাদের মাটি ছোঁয় প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান বিমান। বিমানবন্দর আশ্রম থেকেই সোজা সাবরমতী আশ্রমে যান ট্রাম্প। ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই চরকা কাটেন প্রেসিডেন্ট।
Gujarat: BCCI chief Sourav Ganguly and BCCI Secretary Jay Shah at Motera Stadium for #NamasteTrump event. The event will begin shortly. #TrumpInIndia pic.twitter.com/5J4szIxgqj
— ANI (@ANI) February 24, 2020
এদিন বেলায় ভারতে পৌঁছায় ট্রাম্প। বিমান বন্দরে সস্ত্রীক ট্রাম্পকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী। মোদীকে দেখে করমর্দনের পাশাপাশি আলিঙ্গন করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই স্বাগত দলের অন্যন্যদের সঙ্গে ট্রাম্পের পরিচয় করিয়ে দেন মোদী।
Gujarat: BCCI (Board of Control for Cricket in India) President Sourav Ganguly and Secretary Jay Shah arrive at the Motera Stadium in Ahmedabad, ahead of 'Namaste Trump' even at the stadium. https://t.co/swN5Ubz9YR
— ANI (@ANI) February 24, 2020
আরও পড়ুন মোদীর রাজ্যে মোতেরায় ট্রাম্প! আমন্ত্রণ পেলেন না স্টেডিয়ামের প্রাণপুরুষ
তার আগে মোতেরাতেই ট্রাম্পের সফরের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল। বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ১ লক্ষ ১০ হাজার। পুরনো মোতেরায় স্টেডিয়ামের দর্শক আসন ছিল ৫৭ হাজার। নতুন স্টেডিয়ামে প্রায় দ্বিগুন দর্শক খেলা দেখতে পারবেন। মেলবোর্নের থেকেও বেশি দর্শক থাকার বন্দোবস্ত থাকছে মাঠে। মেলবোর্নে একসঙ্গে ১ লাখের কিছু বেশি দর্শক খেলা দেখতে পারেন একসঙ্গে। সেই সংখ্যাকেও ছাপিয়ে যাচ্ছে মোদীর রাজ্যের এই স্টেডিয়াম।
বোর্ড সভাপতি এর আগে নিজের টুইটার অ্যাকাউন্টে মোতেরার ছবি পোস্ট করে লিখেছিলেন, "এই সুবিশাল ও সুন্দর স্টেডিয়াম দেখে খুব ভালো লাগছে, একজন খেলোয়াড় ও অধিনয়াক হিসেবে এই মাঠে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আগামী ২৪ তারিখ দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছি।"
Lovely to see such a massive ,pretty stadium .. Ahmedabad .. have great memories in this ground as a player ,captain ..grew up at Eden with hundred thousand capacity .. (not any more).. can’t wait to see this on 24th
— Sourav Ganguly (@SGanguly99) February 19, 2020
আরও পড়ুন কোহলির ভুলেই হারের মুখে ভারত, ক্যাপ্টেনের সমালোচনায় বিস্ফোরক লক্ষ্মণ
মোতেরার ক্লাবহাউসও চোখধাঁধানো। কমপক্ষে ৫০টি রুম থাকছে ক্লাবহাউসে। অলিম্পিক-ধাঁচের সুইমিং পুল, ৭৩টি কর্পোরেট বক্স, একটি ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমি, তিনটে অনুশীলন মাঠ- সবই থাকছে। স্টেডিয়ামের পার্কিং লটে ৩,০০০ গাড়ির সঙ্গেই রাখা যাবে ১০ হাজার দু’চাকা।
গুজরাট ক্রিকেট সংস্থা ২০১৬ সালে মোতেরা স্টেডিয়াম ভেঙে ফেলে নতুন করে সংস্কারের কাজ শুরু করে। গতবছর জানুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
ভূ-রাজনৈতিক পরিষরে প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, এই প্রথম বিদেশে সপরিবারে এলেন মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রী মেলিনার সঙ্গে রয়েছেন ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ও তাঁর স্বামীও।
‘নমস্তে ট্রাম্প ‘অনুষ্ঠান শেষে সপরিবারে প্রেসিডেন্ট ট্রাম্প যাবেন আগ্রায়। সেখানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল পরিদর্শন করবেন তিনি।