বকেয়া ৩৫ কোটি টাকা। তা এখনো মেটানো হয়নি। সেই কারণেই এবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিযোগের তীর দুই সংস্থার বিরুদ্ধে- পারসেপ্ট ট্যালেন্ট ম্যানেজমেন্ট এবং পারসেপ্ট ট্যালেন্ট ডি মার্ক। দুটিই সৌরভের প্রাক্তন ম্যানেজমেন্ট সংস্থা।
এই দুই সংস্থাকে ২০১৮ সালে আরবিট্রেশন ট্রাইবুনাল নির্দেশ দিয়েছিল যেন বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়। তবে সেই ক্ষতিপূরণ এখনো মেটানো হয়নি। তারপরেই ফের আদালতের দ্বারস্থ সৌরভ।
আরো পড়ুন: ৩০০ কোটিতে এবার রুপোলি পর্দায় সৌরভ! মহারাজ নিজেই জানালেন পর্দার ‘দাদা’ কে
সৌরভের সঙ্গে কয়েকবছর আগে এই দুই সংস্থার চুক্তি হয়েছিল। তবে বেশ কিছু জটিলতায় তা বাতিল হয়ে যায়। তারপরেই সৌরভ নিজের পাওনা দাবি করেন। ২০১৮ সালে আরবিট্রেশন ট্রাইবুনাল সঙ্গেসঙ্গেই ক্ষতিপূরণ মিটিয়ে দিতে বলে বিসিসিআই সভাপতিকে। তবে তা এখনো বকেয়া রয়ে গিয়েছে দুই সংস্থার তরফে।
উল্লিখিত দুই সংস্থার সমস্ত মূলধন এবং কাজকর্ম কলকাতা হাইকোর্টের পরিধির বাইরে হওয়ায় নতুন করে বোম্বে কোর্টে আবেদন করেন। জানা গিয়েছে, সৌরভ নিজের আবেদনে আদালতের কাছে আর্জি জানিয়েছেন, যেন সংশ্লিস্ট দুই সংস্থা দ্রুত নিজেদের সম্পত্তির খতিয়ান প্ৰকাশ করে। তারপরেই দুই কোম্পানির আইনজীবী আদালতকে জানিয়েছেন, ২০ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করবে।
সৌরভের আবেদন সোমবার শোনেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অনিল কে মেনন। অভিযুক্ত দুই সংস্থার হয়ে শুনানিতে হাজির ছিলেন আইনজীবী শার্দুল সিং। সৌরভের তরফে আইনজীবী বীরেন্দ্র সরাফ জানান, মূল ক্ষতিপূরণের অঙ্ক ছিল ১৪.৪৯৯১ কোটি টাকা। ১২ শতাংশ বার্ষিক সুদের হারে সেই অঙ্কই বর্তমানে দাঁড়িয়েছে ৩৫ কোটি টাকারও বেশি।
এরপরেই বিচারপতি দুই সংস্থাকে সম্পত্তির খতিয়ান প্রকাশ করার নির্দেশ দেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন