ভেন্টিলেশনে দেশের প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিন। গত ২৮ ডিসেম্বর মারাত্মক পথ দুর্ঘটনায় আহত হয়ে বদোদরার এক হাসপাতালে ভর্তি ৪৬ বছরের এই ক্রিকেটার। দুর্ঘটনায় তাঁর ফুসফুস ও যকৃত মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মার্টিনের চিকিৎসার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদানের অনুরোধ করা হয়েছে। এবার মার্টিনের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়। এমনটাই রিপোর্ট ইএসপিএনক্রিকইনফোর।
জ্যাকব মার্টিন (ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্কাইভ থেকে)
মার্টিনের সাহায্য়ে ইতিমধ্যেই বিসিসিআই ৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) দিয়েছে ৩ লক্ষ টাকা। প্রাক্তন বিসিসিআই ও বিসিএ সচিব সঞ্জয় প্যাটেলের উদ্যেগেই মার্টিনকে এই টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সৌরভের নেতৃত্বেই মার্টিন জাতীয় দলে অভিষেক করেছিলেন ১৯৯৯ সালে। দ্য টেলিগ্রাফকে সৌরভ জানিয়েছেন, “আমি আর মার্টিন টিমমেট ছিলাম। আমার এখনও মনে আছে ও খুবই শান্ত ও চাপা স্বভাবের ছিল। আমি ওর দ্রুত আরোগ্য কামনা করছি। আমি ওর পরিবারকে জানাতে চাই তাঁরা একা নন।”
আরও পড়ুন: ঝুলে থাকল পাণ্ডিয়া-রাহুলদের ভাগ্য, মুখ খুললেন সৌরভ
সৌরভ ছাড়াও ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ও প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে ইরফান খান, ইউসুফ পাঠান, জাহির খান ও মুনাফ প্যাটেলেও মার্টিনের পাশে দাঁড়ানোর আবদেন করেছেন। সঞ্জয় প্যাটেল জানিয়েছেন, যে ক্রিকেটাররা যেভাবে পাশে দাঁড়িয়েছেন তা দেখে তিনি মুগ্ধ। মার্টিন ১৯৯৯-২০০১ পর্যন্ত দেশের জার্সিতে ১০টি ওয়ান-ডে খেলেছেন। ২০০১-এ তাঁর নেতৃত্বে বরোদা রঞ্জি ট্রফি জিতেছিল। তিনি হাতে গোনা কয়েকজন ক্রিকেটারদের মধ্যে একজন যিনি রঞ্জির এক মরসুমে ১০০০-এর বেশি রান করেছেন। ২০০৮ মরসুমে তিনি সাময়িক ভাবে খেলা থেকে অবসের নেন। আর তার পরের মরসুমেই পুরোপুরি ভাবে খেলা ছেড়ে দেন।