লর্ডস নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে সাউদাম্পটনে। ঠিক ছিল লর্ডসেই হবে টেস্টের নতুন লর্ডের সিংহাসনে আরোহনের ক্ষেত্র। তবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে অন্য ভেন্যুতে। টি২০ সিরিজের আগে আহমেদাবাদে পাড়ি দেওয়ার পরিকল্পনা করছেন মহারাজ। তার আগেই জানিয়ে দিলেন আপডেট।
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান অ্যাপেক্স ক্রিকেট বোর্ডের প্রধান জানিয়ে দিয়েছেন লর্ডসের পরিবর্তে সাউদাম্পটনে হবে টেস্টের মহারথ। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সাউদাম্পটনে ফাইনালে তিনি উপস্থিত থাকতে পারেন।
আরো পড়ুন: সিরাজ-ইশান্তকে তুলোধোনা সুন্দরের বাবার! ছেলের সেঞ্চুরি না হওয়ায় ক্ষোভে বিস্ফোরণ
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলে দেন, করোনা পরিস্থিতির কারণে লর্ডসে ফাইনাল খেলা হবে না। সাউদাম্পটনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনালে থাকার পরিকল্পনা রয়েছে। ফাইনাল সাউদাম্পটনেই হচ্ছে। বহুদিন আগেই এটা ঠিক হয়ে গিয়েছিল। কোভিডের কারণে অনেক হোটেলই বন্ধ ছিল। খেলা পুনরায় চালু হওয়ার পরে এই কারণে বহু ম্যাচ সাউদাম্পটনে হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন