করোনা থেকে মহারাজ রেহাই পেলে কি হবে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে এবার করোনার থাবা। সৌরভ-কন্যা সানার সহ গঙ্গোপাধ্যায় পরিবারের একাধিক সদস্য করোনার সাম্প্রতিক শিকার। বুধবারই সানার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সানা ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভের কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী জেসমিন গঙ্গোপাধ্যায়।
সৌরভ কন্যা সানা ২০ বছরের। কলকাতায় পড়াশুনা করেছেন লা মার্টিনিয়ার ফর গার্লস এবং লোরেটো হাউস স্কুল থেকে। কলকাতায় শিক্ষা সম্পন্ন করে সানা অক্সফোর্ডে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন। মা ডোনা গঙ্গোপাধ্যায়ের মতই সানা একজন প্রশিক্ষিত ওড়িশি নৃত্যবিশারদ।
আরও পড়ুন: সৌরভ কি ওমিক্রনে আক্রান্ত! বছরের শেষ দিনে খুশির খবরে স্বস্তি ক্রিকেট মহলে
জানা গিয়েছে সৌরভ আক্রান্ত হওয়ার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আগেই পরিবারের সদস্যদের একপ্রস্থ করোনা পরীক্ষা হয়েছিল। সেই সময় সানা-ডোনা সহ সকলেই নেগেটিভ এসেছিলেন।
সেই পরীক্ষার একসপ্তাহ পরে আবার সত্যি সত্যিই আক্রান্ত হলেন সৌরভের পরিবারের চার সদস্য। জানা যাচ্ছে, এমনিতে সানার উপসর্গ ভীষণই মৃদু। চিকিৎসকের পরামর্শে সানা বর্তমানে নিজেকে আইসোলেশনে সরিয়ে নিয়েছেন। সানা করোনায় আক্রান্ত হলেও স্ত্রী ডোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনা আক্রান্ত হওয়ার পরে সৌরভ গঙ্গোপাধ্যায় কয়েকদিন দক্ষিণ কলকাতার উডল্যান্ডসে ভর্তি ছিলেন। রাতে শারিরীক অসুস্থতা বোধ করায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মহারাজকে। তারপরেই আরটিপিসিআর রিপোর্টে পজিটিভ আসেন তিনি।
আরও পড়ুন রামধনুর দেশে বিস্ময়-কীর্তি ভারতের! হাসপাতাল থেকেই কোহলিদের কুর্নিশ অসুস্থ সৌরভের
সৌরভের চিকিৎসায় ব্যবহৃত হয়েছিল মনোক্লোনাল এন্টিবডি ককটেল থেরাপি। জোড়া ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হন সৌরভ।
তারপরে গত সপ্তাহের শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন। বর্তমানে তিনি নিভৃতবাসে রয়েছেন। গত বছরে মোট তিনবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। প্ৰথমে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে। দ্বিতীয়বার হৃদযন্ত্রে এনজিওপ্ল্যাস্টি করার জন্য হাসপাতালের শরণাপন্ন হন তিনি।