Advertisment

আর বোর্ড সভাপতি নন সৌরভ! BCCI প্রেসিডেন্ট হিসেবে কত বেতন পেতেন দাদা

দেশের অন্যতম ধনী ক্রিকেটার সৌরভ। বোর্ড সভাপতি পদ থেকে কত বেতন পেতেন সৌরভ, জেনে নিন

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারতীয় ক্রিকেটের আইকনিক চরিত্র তিনি। মাঠে দ্যুতি ছড়িয়েছেন। মাঠের বাইরেও সমানভাবে উজ্জ্বল। সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বদলে যাওয়া ভারতীয় ক্রিকেট। কঠিন সময়ে নেতা হিসেবে দলকে সাফল্যের সিংহাসনে পৌঁছে দিয়েছিলেন। প্ৰথম বাঙালি ক্যাপ্টেন হিসাবে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন দেশকে। টেস্ট, ওয়ানডে মিলিয়ে নক্ষত্র খচিত প্রোফাইল, ক্রিকেটার তো বটেই নেতা হিসাবেও সাফল্য নজরকাড়া। ২১ টি টেস্ট ম্যাচ যেমন জিতিয়েছেন। তেমন ৭৬টি ওয়ানডেতে জয়লাভ করেছেন মহারাজ ক্যাপ্টেন হিসাবে। ন্যাটওয়েস্ট ট্রফি জয় এখন ভারতীয় ক্রিকেটে প্রবাদ হয়ে গিয়েছে।

Advertisment

খেলা ছেড়ে দেওয়ার পর ক্রিকেট প্রশাসনেও একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৯-এ বোর্ড সভাপতি হন। তার আগে ২০১৫-২০১৯ পর্যন্ত সৌরভ সিএবির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: সৌরভকে সরিয়ে বোর্ডের ক্ষমতায় রজার বিনি! প্রকাশ্যেই আনন্দে আত্মহারা রবি শাস্ত্রী

তবে বোর্ড সভাপতি পদ থেকে সৌরভের বিদায়বেলা মোটেই সুখকর হল না। বিতর্কে জর্জরিত হয়ে বোর্ডের মসনদ ছাড়তে হচ্ছে তাঁকে। চেয়েছিলেন আরও একটা টার্ম তাঁকে বোর্ড সভাপতি হিসেবে রেখে দেওয়া হোক। তবে সৌরভের ইচ্ছায় সায় দেননি বোর্ডের সদস্যরা। বরং ব্যাপকভাবে সমালোচিত হতে হয় সৌরভকে। এতেই বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। ১৮ অক্টোবর বোর্ডের এজিএম-এ সরকারিভাবে সৌরভের বদলে প্রেসিডেন্টের চেয়ারে বসবেন রজার বিনি।

টানা তিন বছর বোর্ডের সভাপতি থেকেছেন। বেশ কিছু ভালো সিদ্ধান্ত যেমন নিয়েছেন, তেমনই বেশ কিছু বিতর্কেও জুড়ে গিয়েছে তাঁর নাম। যাইহোক, বোর্ড সভাপতি হিসেবে কত টাকা বেতন নিতেন সৌরভ? যাইহোক, স্পোর্টসক্রীড়ার এক সাক্ষাৎকারে সৌরভ নিজে বলেছিলেন, বোর্ড সভাপতি পদটি সাম্মানিক। বেতন নেওয়ার প্রশ্নই নেই।

আরও পড়ুন: এই চার বিতর্কেই হয়ত বোর্ডে ভরাডুবি সৌরভের! ছেড়ে কথা বললেন না শ্রীনিবাসনও

ঘটনা হল, সৌরভ বোর্ড সভাপতি হিসাবে বেতন না নিলেও দেশের অন্যতম ধনী ক্রীড়াবিদ তিনি। caknowledge.com-এর প্রতিবেদন অনুযায়ী, সৌরভের মোট সম্পত্তির পরিমাণ ৩৬৫ কোটি টাকা (৫০ মিলিয়ন মার্কিন ডলার)। এমনিতেই যথেষ্ট স্বচ্ছল পরিবারে বড় হয়ে উঠেছেন বাঙালির এই কিংবদন্তি। পিতা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় সফল ব্যবসায়ী। ক্রিকেটার হিসেবে টানা দেড় দশক খেলেছেন তিনি। খেলোয়াড়ি জীবনে অন্যতম হায়েস্ট পেড ক্রিকেটার ছিলেন।

ক্রিকেট কেরিয়ারে ইতি টানার পর বেশ কয়েক বছর ধারাভাষ্যকারের কাজ করেছেন। তারপরে নাম লেখান ক্রিকেট প্রশাসনে। বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় বিজ্ঞাপন জগতে এক বড়সড় নাম। একের পর এক কমার্শিয়ালে দেখা যায় তাঁকে। একাধিক সংস্থার ব্র্যান্ড এমবাসাডরও তিনি। জেএসডব্লিউ, অজন্তা শুজ, মাই১১ সার্কেল, টাটা টেটলি, একলেয়ার লেন্স, ডিটিডিসি, পুমা, সেনকো গোল্ড-এর মত নামিদামি সংস্থার বিজ্ঞাপনী মুখ তিনি। caknowledge.com-এর প্রতিবেদন অনুযায়ী, ডিটিডিসি, পুমার মত ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় বার্ষিক ১ কোটি টাকা উপার্জন করেন।

আরও পড়ুন: বোর্ডে তীব্র সমালোচিত সৌরভ! গদি হারিয়ে প্রকাশ্যেই ভেঙে পড়লেন মহারাজ

সবমিলিয়ে, খেলা ছেড়ে দেওয়ার পরেই দেশের অন্যতম ধনী ক্রিকেটার যে বাংলার মহারাজ, তা নিয়ে সন্দেহ নেই।

Sourav Ganguly BCCI
Advertisment