Sourav Ganguly Top 5 innings: বাইশ গজে 'দাদাগিরি', সৌরভের সেরার সেরা ৫ ইনিংস যা কোনওদিন ভোলার নয়

Sourav Ganguly Top 5 innings: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের অনেক মাস্টারক্লাস ইনিংস রয়েছে বাইশ গজে। তাঁর সেরা ৫টি ইনিংস সম্পর্কে আজ এই প্রতিবেদনে জানুন

Sourav Ganguly Top 5 innings: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের অনেক মাস্টারক্লাস ইনিংস রয়েছে বাইশ গজে। তাঁর সেরা ৫টি ইনিংস সম্পর্কে আজ এই প্রতিবেদনে জানুন

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly Top 5 Innings: বাইশ গজে সৌরভের সেরা পাঁচ ইনিংস কোনগুলি?

Sourav Ganguly Top 5 Innings: বাইশ গজে সৌরভের সেরা পাঁচ ইনিংস কোনগুলি?

Sourav Ganguly Top 5 innings to remember: তিনি ভারতীয় ক্রিকেটের মহারাজ। টিম ইন্ডিয়ার দাদা। বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়। আজহার পরবর্তী যুগে যখন আন্তর্জাতিক ক্রিকেট ধুঁকছিল ভারতীয় ক্রিকেট দল, তখনই ক্রাইসিস ম্যানেজার হিসাবে অবতীর্ণ হন সৌরভ। মহারাজকীয় মেজাজে ভোল পাল্টে দেন ভারতীয় ক্রিকেট দলের। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের অনেক মাস্টারক্লাস ইনিংস রয়েছে বাইশ গজে। তাঁর সেরা ৫টি ইনিংস সম্পর্কে আজ এই প্রতিবেদনে জানুন-

Advertisment

১৪১ নট আউট বনাম দক্ষিণ আফ্রিকা, নাইরোবিতে (১৩ অক্টোবর, ২০১৩)

২০০০ সালে আইসিসি নকআউট কাপের (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি) সেমিফাইনালে দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন সৌরভ। তাঁর ওয়ান ডে কেরিয়ারে অন্যতম সেরা এই ইনিংস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। রাহুল দ্রাবিড়ের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে ১৪৫ রানের পার্টনারশিপ করেছিলেন সৌরভ। মাত্র ১১৪ বলে কেরিয়ারের ১৪ নম্বর সেঞ্চুরি হাঁকান। তাঁর ১৪১ রানের ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ৬টি ছক্কায়।

আরও পড়ুন রানের পাহাড়ে লখনউ, KKR-এর সামনে টার্গেট কত?

Advertisment

১৮৩ বনাম শ্রীলঙ্কা, টাউনটন (২৬ মে ১৯৯৯)

১৯৯৯ সালের বিশ্বকাপে এই স্মরণীয় ইনিংস খেলেছিলেন মহারাজ। প্রথম ব্যাট করতে নেমে রাহুল দ্রাবিড়ের সঙ্গে পার্টনারশিপে বিরাট রান তোলেন সৌরভ। দ্বিতীয় উইকেটে রেকর্ড ৩০০ রানের পার্টনারশিপ করেন। যা ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে আজও অন্যতম সেরা। লঙ্কার বোলার পিটিয়ে ছাতু করে মাত্র ১৫৮ বলে ১৮৩ রান করে কপিল দেবের রেকর্ড ভাঙেন সৌরভ। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চার এবং সাতটি ছক্কায়। ভারত সেই ম্যাচে সর্বকালের সর্বোচ্চ ৩৭৩ রান করে ৫০ ওভারে।

১৪১ বনাম পাকিস্তান, অ্যাডিলেড (২৫ জানুয়ারি, ২০০০)

অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিল ভারত। পাকিস্তানের সঙ্গে সেই ম্যাচে এই চোখধাঁধানো ইনিংস খেলেন সৌরভ। গোটা সিরিজে প্রায় সব ম্যাচেই ব্যর্থ হয় শচীন তেণ্ডুলকরের ভারত। তবে ওয়াসিম আক্রমের পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জ্বলে ওঠেন সৌরভ। শচীনের সঙ্গে ওপেনিংয়ে ৮৮ রান এবং পরে দ্রাবিড়ের সঙ্গে ৮৭ রানের পার্টনারশিপ করেন সৌরভ। এই ইনিংসেই ওয়ান ডে কেরিয়ারে ৫ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন সৌরভ। ১৪১ রানের ইনিংসে মারেন ১২টি চার এবং একটি ছক্কা।

আরও পড়ুন কোথায় গেল ইডেনের স্পিন? লখনউ ওপেনারদের সামনে দিশেহারা বরুণ-নারিনরা

১২৪ বনাম পাকিস্তান, ঢাকা, (১৯৯৮)

সেবার বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সিলভার জুবিলি ইন্ডিপেন্ডেন্স কাপের ম্যাচে এই অন্যতম সেরা এই ব্যাটিং করেন সৌরভ। পাকিস্তানের বিশাল ৩১৫ রান তাড়া করে জেতে ভারত। সৌরভ করেন ১২৪। সেইসময় এটাই ছিল সর্বকালের সেরা রান তাড়ার ম্যাচ।

১২৭ বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ (অক্টোবর, ২০০১) 

২০০১ সালে অফ-ফর্ম চলছিল সৌরভের। তখন দক্ষিণ আফ্রিকার শন পোলক, আন্দ্রে নেল, মাখায়া এনতিনি, জ্যাক কালিস, ল্যান্স ক্লুজনার এবং জাস্টিন কেম্পের মতো ভয়ঙ্কর পেসারদের ঠেঙিয়ে ১২৭ রান করেন সৌরভ। আর এই সিরিজেই ফর্মে ফেরেন মহারাজ।

Cricket News Sourav Ganguly