প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবার ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন। গত রবিবার বোর্ডের নাটকীয় মোড়ে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হতে চলেছেন 'দাদা'। প্রথমে ব্রিজেশ প্য়াটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় সৌরভই বোর্ডের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র পুত্র জয় শাহ হতে চলেছেন বোর্ডের নয়া সচিব। অন্যদিকে অরুণ ধুমাল হবেন বিসিসিআইয়ের নয়া কোষাধ্যক্ষ। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ। রবিবার রাতে ইন্ডিয়ানএক্সপ্রেসডটকম-কে এক সূত্র জানিয়েছেন, "গাঙ্গুলি এখন প্রেসিডেন্ট পদে মনোনীত। আগামিকাল এই পদের জন্য় সে মনোনয়ন দেবে। এদিন বোর্ডের বৈঠকে সকল প্রতিনিধিরা মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।"
আরও পড়ুন: সিএবি-র সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন সৌরভ
ভারতীয় ক্রিকেটে বরাবরই এন শ্রীনিবাসনের একটা একচ্ছত্র আধিপত্য় দেখা গিয়েছে। তিনিই ব্রিজেশের জন্য় লবি করেছিলেন যাতে তাঁকে নয়া প্রেসিডেন্ট হিসাবে দেখা যায়। বোর্ডের উত্তর-পূর্ব ভারতের অ্যাফিলিয়েটেড সংস্থার সিনিয়র আধিকারিক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, "প্রেসিডেন্ট পদের জন্য় ব্রিজেশের জন্য়ই লবি করেছিলেন শ্রীনিবাসন। যদিও ব্রিজেশের বিরুদ্ধে প্রবল আওয়াজ ওঠে। আমরা খুশি যে, সৌরভ আমাদের নতুন বোর্ড প্রেসিডেন্ট।" প্য়াটেল সেক্ষেত্রে আইপিএল চেয়ারম্য়ান হতে পারেন বলেই খবর।
আরও পড়ুন: শ্রীনির কন্যা, নিরঞ্জনের পুত্র- পুরনো মুখরাই দখল নিচ্ছে বোর্ডের
বিরাট কোহলিদের নতুন বোর্ড গঠন নিয়ে গত শনিবার থেকেই শুরু হয়েছে নয়া 'কিস্সা'। যা প্রায় রুদ্ধশ্বাস থ্রিলারে পরিণত হয়েছে। সোমবার অর্থাৎ আজই বোর্ডের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সব ঠিক থাকলে সৌরভই যে সিংহাসনে বসতে চলেছেন তা প্রায় বলে দেওয়া যায় এখনই।
Read full story in English