Advertisment

পাঠান-রসুলদের সঙ্গে বৈঠক সৌরভের, জম্মু ও কাশ্মীরের ক্রিকেট উন্নয়নের পাশে বিসিসিআই

সোমবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে জম্মু-কাশ্মীরের ক্রিকেট উন্নয়ন নিয়েই রসুল-পাঠানদের সঙ্গে আলোচনা সারেন বোর্ড সভাপতি সৌরভ ও বোর্ডের কয়েকজন সিনিয়র আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Sourav Ganguly meets Irfan Pathan, Parvez Rasool over J&K cricket; assures full support

পাঠান-রসুদলদের সঙ্গে বৈঠক সৌরভের, জম্মু ও কাশ্মীরের ক্রিকেট উন্নয়নের সমর্থন বিসিসিআইয়ের

জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের অধিনায়ক পারভেজ রসুল ও মেন্টর ইরফান পাঠানের সঙ্গে বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সোমবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে জম্মু-কাশ্মীরের ক্রিকেট উন্নয়ন নিয়েই রসুল-পাঠানদের সঙ্গে আলোচনা সারেন বোর্ড সভাপতি সৌরভ ও বোর্ডের কয়েকজন সিনিয়র আধিকারিকরা।

Advertisment

গত মাসে ভারতীয় ক্রিকেটের মসনদে আসার পরেই সৌরভ বলেছিলেন যে, দেশের ক্রিকেট পরিকাঠামো উন্নয়নের জন্য় তিনি ঘরোয়া ক্রিকেটের ওপরেই জোর দেবেন। এদিন রসুল-পাঠানদের সঙ্গে একাধিক ইস্য়ুতে আলোচনার পর সৌরভ জানিয়ে দেন যে, বিসিসিআই ভূস্বর্গের ক্রিকেটের উন্নয়নের জন্য় সবরকম ভাবে সমর্থন করবে।

আরও পড়ুন-আইপিএল স্পনসরের বিরোধী গোষ্ঠীর হয়ে প্রচার, স্বার্থের সংঘাত দেখছেন না সৌরভ

সংবাদসংস্থা পিটিআই-কে জম্মু-কাশ্মীরের এক আধিকারিক জানিয়েছেন, “বিসিসিআই প্রেসিডেন্ট আমাদের সব কথা শুনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। ওনাকে আমরা ভাল সুযোগ সুবিধা দেওয়ার জন্য়ই অনুরোধ করেছি।” জম্মু-কাশ্মীর কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছে। কিন্তু আগামী মাসখানেকের মধ্য়েই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই আশা করা হচ্ছে। সূত্র জানাচ্ছে, “আমরা আশা করছি জম্মু-কাশ্মীরে আবার হোম ম্য়াচ খেলা হবে। জম্মুতে একটা কলেজের মাঠ আছে। সেটাকে আরও উন্নত করেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলা হবে।”

জম্মু-কাশ্মীরের সিনিয়র দল এই মুহূর্তে চলতি সয়ৈদ মুস্তাক আলি ট্রফিতে অংশ নিয়েছে। সুরাতে গ্রুপ লিগের ম্য়াচ খেলছে তারা। যদিও রসুল এই দলের সদস্য় নন। তাঁর পরিবর্তে টি-২০ প্রতিযোগিতায় শুভম পুন্দির দলকে নেতৃত্ব দিচ্ছেন। যদিও সৌরভের সঙ্গে বৈঠকের ব্য়াপারে পাঠান-রসুল কিছু বলতে চাননি।

jammu and kashmir BCCI Sourav Ganguly
Advertisment