জন্মদিনের পরেই দুঃসংবাদ শুনলেন সৌরভ! মা-কে নিয়ে চরম চিন্তিত মহারাজ

বড়সড় বিপদের মুখে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফের করোনায় আক্রান্ত হলেন মা নিরুপা গঙ্গোপাধ্যায়।

বড়সড় বিপদের মুখে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফের করোনায় আক্রান্ত হলেন মা নিরুপা গঙ্গোপাধ্যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কয়েকদিন আগেই জন্মদিন পালন করেছেন। জীবনের হাফসেঞ্চুরির সেই বিলিতি উদযাপন এখনও জাতীয় স্তরে চর্চার বিষয়। এর মধ্যেই দুঃসংবাদ শুনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফের একবার করোনা হানা দিল তাঁর পরিবারে।

Advertisment

যার শিকার হলেন মা। বাড়ির বাইরে কদাচিৎ পা রাখেন তিনি। বাড়িতে সেলিব্রিটি অতিথির আগমন ঘটলে তিনি নিজের হাতে আপ্যায়ন করেন। যেমন কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভের বেহালার বাড়িতে গিয়ে ভুড়িভোজ করে এসছিলেন।

আরও পড়ুন: কোহলিকে কি সত্যি বাদ দেওয়া হবে টিম ইন্ডিয়া থেকে! মুখ খুলে নিজের মত জানালেন সৌরভও

Advertisment

সম্প্রতি শরীর বেশ খারাপ হয় নিরূপা দেবী। জ্বর, সর্দির উপসর্গ নিয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই করোনা পরীক্ষায় ওঁর রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। আপাতত তিনি উডল্যান্ডস হাসপাতালেই ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। গত বছর সেপ্টেম্বরে প্রতিষেধক নিয়েও প্ৰথমবার করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভের মা। তখনও জ্বর, সর্দি ছাড়া সেরকম কোনও উপসর্গ ছিল না। উডল্যান্ডস হাসপাতালে তখনকার মত এবারেও চিকিৎসক সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Sourav Ganguly coronavirus Cricket News