Advertisment

কথা দিয়েও পিছিয়ে গেলেন সৌরভ, সিংহাসনে বসছেন মহারাজের দাদা স্নেহাশিসই

গঙ্গোপাধ্যায় পরিবারের কাছেই থাকল ক্রিকেট প্রশাসনের তখত

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন সিএবি নির্বাচনে লড়বেন তিনি। তবে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোনয়ন জমা দিলেন না। দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সভাপতি হওয়ার পথ প্রশস্ত করে দিলেন তিনি নিজেই। প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সৌরভের দাদা স্নেহাশিস। সিএবি-র আগামী এজিএম বসছে ৩১ অক্টোবর। সেদিনই সরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি হবেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

Advertisment

ইডেন গার্ডেন্সে রবিবার উপস্থিত সাংবাদিকদের মহারাজ বলে দেন, "বলেছিলাম, আমি প্রার্থী পদে মনোনয়ন জমা দেব, যদি একমাত্র নির্বাচন হয়। এখন তো কোনও নির্বাচন হবে না। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিষয়টি হবে।" রবিবারই সিএবি নির্বাচনে মনোনয়ন হওয়ার কথা ছিল। তবে শেষদিনেও মনোনয়ন দাখিল করেননি তিনি। ভারতীয় বোর্ডে প্রেসিডেন্ট পদে দ্বিতীয় টার্মে ব্রাত্য হওয়ার পরে সৌরভ মাত্র কয়েকদিন আগেই ঘোষণা করেন, তিনি সিএবি প্রশাসনে ফিরছেন।

আরও পড়ুন: ব্যাপক অন্যায়ের শিকার হলেন কি অক্ষর! ভারতের জয়েও থামছে না বিতর্কের আগুন, দেখুন ভিডিও

সৌরভ রবিবার আরও বলেন, "আমি যদি থাকতাম, তাহলে বিষয়টি দাঁড়াত, দু-তিন জন প্রশাসনিক পদ থেকে বঞ্চিত হত। তাই সরে দাঁড়ালাম। আমি থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততাম। তবে মনে হয়না, এটা ঠিক। অন্যদেরও এই সংস্থায় কাজের সুযোগ দিতে হবে। ওঁরা আপাতত তিন বছর কাজ করুক। তারপরে দেখা যাবে।"

নিজের পরবর্তী ইনিংসের কথা বলতে গিয়ে মহারাজ জানান, "দেখা যাক। আপাতত বেশ কিছুদিন কাঁধে কোনও দায়িত্ব থাকবে না। ভাল লাগছে। সিএবিতে আমার কোনও প্রতিদ্বন্দ্বী নেই। সকলেই আমার বন্ধু। সিএবি আপাতত নতুন এবং অভিজ্ঞরা চালাবেন। আমিও থাকব।"

আরও পড়ুন: জোর করে হারিয়ে দেওয়া হল! কোহলিকে ম্যাচের পরেই ‘চিটিংবাজ’ বলল পাকিস্তান, তুঙ্গে বিতর্ক

অভিষেক ডালমিয়ার সভাপতিত্বে স্নেহাশিস সচিবের দায়িত্বে ছিলেন। তিনিই আপাতত সিএবির সর্বোচ্চ গদিতে। এসএফআইয়ার নেতা ময়ূখের পিতা অমলেন্দু বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। নরেশ ওঝা নতুন সচিব হচ্ছেন। প্রবীর চক্রবর্তী এবং দেবাশিস গঙ্গোপাধ্যায় যথাক্রমে নিজেদের কোষাধ্যক্ষ এবং যুগ্ম সচিব পদে চালিয়ে যাবেন।

নতুন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় মিডিয়াকে রবিবার বলেন, "করোনা অতিমারীর ধাক্কা কাটিয়ে এখন সবকিছুই স্বাভাবিক হচ্ছে। এখন পুরুষ হোক বা মহিলা ক্রিকেট, অথবা বয়সভিত্তিক ক্রিকেট আমাদের ফোকাসে থাকবে।" আগামী বছরের ক্রিকেট বিশ্বকাপের জন্যও সিএবি প্রস্তুত। বলে দিচ্ছেন তিনি। "অত্যাধুনিক ডিএমএক্স প্রযুক্তি সম্পন্ন এলইডি আলোয় আধুনিকীকরণ ঘটছে। নতুন ভাবে বসার সিট-ও বানানো হচ্ছে। গ্যালারির নতুন আচ্ছাদন বসানোর কাজ চলছে। এছাড়া ক্লাব হাউস আপগ্রেড করারও পরিকল্পনা রয়েছে।" বলছেন সৌরভের দাদা।

আরও পড়ুন: নিশ্চিত ক্যাচ থেকে বঞ্চিত ভারত! পাক ম্যাচে তুমুল গালির বন্যা রোহিত-হার্দিকদের, রইল ভিডিও

বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়া জানালেন, "ওঁর সঙ্গে কাজ করেছি। উনি কতটা পরিশ্রমী সেটা দেখেছি। উনি যাতে নিজের অভিজ্ঞতার পূর্ণ সদ্ব্যবহার করেন, সেটাই আমরা নিশ্চিত করব।"

Sourav Ganguly BCCI Cricket Association Of Bengal Cricket News
Advertisment