scorecardresearch

নিশ্চিত ক্যাচ থেকে বঞ্চিত ভারত! পাক ম্যাচে তুমুল গালির বন্যা রোহিত-হার্দিকদের, রইল ভিডিও

তুঙ্গে ক্ষোভ ভারতীয় শিবিরে

নিশ্চিত ক্যাচ থেকে বঞ্চিত ভারত! পাক ম্যাচে তুমুল গালির বন্যা রোহিত-হার্দিকদের, রইল ভিডিও

হার্দিক পান্ডিয়ার মুখ থেকে গালাগালি বেরিয়ে এল মোক্ষম মুহূর্তে। রোহিত শর্মাও চার অক্ষরের বাক্যবাণ নিক্ষেপ করতে দেরি করলেন না। অদ্ভুত ঘটনার জন্য দায়ী স্পাইডার ক্যাম। যেখানে ভারত ক্যাচ ধরতে পারল না। মাশুল গুনতে হল স্পাই ক্যাম স্পর্শের জন্য। শন মাসুদ সেই সময় আউট হয়ে গেলে পাকিস্তান ইনিংস অতদূর গড়াতই না।

অশ্বিনের বল হাঁকাতে গিয়ে সোজা কভারে বল পাঠিয়ে দিয়েছিলেন। তবে বল স্পাই ক্যামে লেগে সোজা মাটিতে পড়ে যায়। কোহলি ডিপ থেকে ছুটে এসেও সুবিধা করতে পারেননি। কেবলে লেগে সরাসরি মাটিতে পড়ে যায় বল।

আরও পড়ুন: শাস্তি এড়াতে দুর্ধর্ষ প্ল্যানিং ভারতের! পাক ম্যাচে চমকে দেওয়া স্ট্র্যাটেজি নিয়ে হাজির রোহিতরা

আম্পায়ার ডেড বলের নির্দেশ দিলেন। তবে রোহিত-হার্দিক ক্যাচ না ধরতে পারায় রীতিমত উষ্মা প্রকাশ করলেন। রোহিত হাত নেড়ে বারবার আম্পায়ারকে অনুযোগের সুরে বললেন যেন স্পাই ক্যাম দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একই কথা বললেন হার্দিকও। শন মাসুদ সেই সময় ৩১ রানে ব্যাটিং করছিলেন। তিনি পরে হাফসেঞ্চুরি করে যান। ১৫ তম ওভার চলাকালীন যত কান্ড ঘটল।

পাকিস্তান শুরুটা মোটেই ভাল করতে পারেনি। মাত্র ৪ ওভারের মধ্যেই বাবর-রিজওয়ানকে হারিয়ে ফেলে পাকিস্তান মাত্র ১৫ রান তোলার ফাঁকে। তবে ইনিংসে রিকভারি ঘটিয়ে শেষ পর্যন্ত ১৫৯ তুলে দেয় শন মাসুদ এবং ইফতিকার আহমেদের ব্যাটে ভর করে।

আরও পড়ুন: পাক ম্যাচের শুরুতেই কেঁদে ফেললেন রোহিত, মেলবোর্নে হাজির বিরল দৃশ্য, দেখুন ভিডিও

ভারতীয় বোলারদের মধ্যে দুরন্ত বোলিং করে যান আর্শদীপ সিং। এমসিজিতে ৪ ওভারে ৩২ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট।

ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার

Follow Live Cricket updates in Bengali HERE

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Bengali App.

Web Title: Ind vs pak t20 world cup 2022 team india denied to get out shan masood spider cam intervention watch video