২০২৩ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে চিরাচরিত পাঁচ দিনের বদলে চার দিনের টেস্টের কথা বলছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা চাইছে বাধ্য়তামূলক ভাবে এই পরিবর্তন আনতে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলছেন এই নিয়ে কথা বলার এখনও সময় আসেনি।
সোমবার ইডেন গার্ডেন্সে সংবাদসংস্থা পিটিআই-কে চার দিনের টেস্টের প্রসঙ্গে নিজের মন্তব্য় জানান সৌরভ। বোর্ড প্রেসিডেন্ট বলছেন, “আগে আমাদের প্রস্তাব বিবেচনা করে দেখতে হবে। আগে সেটা আসুক তারপর দেখব। এটা নিয়ে কথা বলার সময় আসেনি এখনও। এভাবেন মন্তব্য় করতে পারব না।“
আরও পড়ুন-দিন্দাকে দূরে রেখেই গুজরাতের বিরুদ্ধে দল সাজাল বাংলা
২০২৩-২০৩১ সাইকেলে আইসিসি-র ক্রিকেট কমিটি চাইছে টেস্টের দিন ছাঁটতে। পাঁচের বদলে চার করতে মরিয়া তারা। আইসিসি চাইছে আরও বেশি করে গ্লোবাল ইভেন্ট অনুষ্ঠিত করতে। বিসিসিআই চাইছে দ্বি-পাক্ষিক সিরিজ আরও বেশি করে হোক। সারা বিশ্বব্য়াপী টি-২০ লিগের খরচাপাতির কথা মাথায় রেখেই চার দিনের টেস্টে সায় আইসিসি-র। ২০১৭ সালে প্রথম চার দিনের টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে। চলতি বছর ইংল্যান্ড ও আয়ারল্য়ান্ডের মধ্য়েও এই টেস্ট শেষবার খেলা হয়েছে।
আরও পড়ুন-ফের সৌরভের ইনস্টা পোস্টে বিশেষ মন্তব্য় কন্য়া সানার
সৌরভ ইডেনে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি নিয়েও কথা বলেছেন। তিনি জানিয়েছেন তাঁরাই বেছে নেবেন জাতীয় দলের নয়া নির্বাচকমণ্ডলী। সৌরভ আগেই জানিয়েছেন যে, এমএসকে প্রসাদ অ্যান্ড কোং-এর মেয়াদ শেষ হতে চলেছে। এখন দেখার নয়া নির্বাচক হিসাবে কারা দায়িত্বে আসেন। সেই দিকেই তাকিয়ে ক্রিকেট ফ্য়ানেরা।