মহেন্দ্র সিং ধোনি আজীবন ভারতীয় দলের হয়ে খেলবেন না। দু'বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ছাড়াই এগিয়ে যেতে হবে টিম ইন্ডিয়াকে। এমনটাই জানিয়ে দিলেন এমএস ধোনির প্রাক্তন সতীর্থ ও দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দিল্লি ক্য়াপিটালসের মেন্টর ও সিএবি প্রেসিডেন্ট।
মনে করা হচ্ছিল যে, বিশ্বকাপের পরেই এমএসডি আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানাবেন। এমনকী লন্ডনের মাটিতে ক্রিকেটের শো-পিস ইভেন্টে ধোনির মন্থর ব্য়াটিং চূড়ান্ত সমালোচিতও হয়েছিল। পরে জানা গিয়েছিল যে, বিরাট কোহলির অনুরোধেই ধোনি অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন। আসন্ন টি-২০ বিশ্বকাপ পর্যন্তই তিনি দলের সঙ্গে থাকবেন বলে খবর।
আরও পড়ুন: ভাইরাল ভিডিও: নতুন লুকে ধোনি, কোথায় চললেন তিনি?
ধোনির অবসেরর ইস্য়ুতে সৌরভ বললেন, "ধোনি আজীবন খেলবে না। ভারতীয় ক্রিকেটকে এটা মানিয়ে নিতে হবে। আমার মনে হয় ধোনিই এবার সিদ্ধান্ত নিক ওর অবসরের ব্য়াপারে। সব বড় প্লেয়ারকেই নিজের বুট জোড়া তুলে রাখতে হয়। এটাই স্পোর্টস। ফুটবলে মারাদোনার চেয়ে কোনও বড় নাম নেই। তাঁকেও অবসর নিতে হয়েছিল। তেন্ডুলকার, লারা, ব্র্যাডম্য়ান সবাইকে খেলা ছাড়তে হয়েছে। এটাই সিস্টেম।"
-->
সৌরভ আরও বলেন, "ধোনি ওর কেরিয়ারের এমন একটা পর্যায় আছে, যেখানে ওকেই সিদ্ধান্ত নিতে হবে ও খেলা চালিয়ে যাবে কি না! ওকেই ভাবতে হবে ভবিষ্য়তে ভারতীয় দলের হয় অবদান রেখে জেতাতে পারবে কি না! কারণ বাকি পাঁচজনের মতো নয় ধোনি। শুধু ধোনি নয়, শচীন-কোহলির মতো ক্রিকেটারদের থেকে সকলের প্রত্যাশা থাকে। সবাই ভাবে ওরা খেলবে আর জেতাবে।"