/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/sourav-ganguly_.jpg)
অ্য়াশেজে মুগ্ধ সৌরভ, মানোন্নয়নের চ্য়ালেঞ্জ ছুঁড়লেন বাকিদের
অ্য়াশেজ টেস্টের গুণগত মানে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তিনি ইংল্য়ান্ড বনাম অস্ট্রেলিয়ার দ্বৈরথে দেখে বাকি দেশগুলোকে চ্য়ালেঞ্জ জানিয়েছে টেস্টের মানোন্নয়নের জন্য়। এই মর্মেই টুইট করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
The” Ashes “ series have kept test cricket alive .... upto rest of the world to raise their standards
— Sourav Ganguly (@SGanguly99) August 18, 2019
সৌরভ টুইটারে লিখলেন, "অ্যাশেজ সিরিজ টেস্ট ক্রিকটকে বাঁচিয়ে রেখেছে। এবার বাকি বিশ্বেরও উচিত তাদের মানোন্নয়নের কথা ভাবা উচিত। অ্য়াশেজে আপাতত ১-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এজবাস্টনে দুরন্ত জয় ছিনিয়ে আনে তারা। লর্ডসে দ্বিতীয় টেস্ট ড্র হয়ে যায়। লিডসে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন: ড্র লর্ডস টেস্ট, লিডসে হয়তো নেই স্টিভ স্মিথ
দ্বিতীয় অ্যাসেজের চতুর্থ দিনেই ঘটে গেছিলো অঘটন। জোফ্রা আর্চারের প্রায় দেড়শো কিমির এক মারণ-বাউন্সার আছড়ে পড়েছিল স্টিভ স্মিথের ঘাড়ে। মাঠেই লুটিয়ে পড়েছিলেন তিনি।
চোটের জন্য় লর্ডস টেস্টে আর খেলা হবে না স্মিথের। মনে করা হচ্ছে লিডসে তৃতীয় টেস্টেও খেলতে পারবেন না তিনি। তাঁর বদলে মার্নাস লাবুশানে এসেছেন দলে। লাবুশনেই টেস্টের ইতিহাসে প্রথম পরিবর্ত ক্রিকেটার হয়েছেন যিনি ব্য়াটিং আর বোলিং দু'টোই করবেন।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের স্পোর্টস মেডিসিন চিকিৎসক জানিয়েছেন, স্টিভ স্মিথের পুরোপুরি কনকাশন মুক্ত হতে এখনও ২৪ ঘণ্টা লাগবে। তারপরেই খেলার বিষয়ে চিন্তাভাবনা করতে পারবে। এতেই স্মিথের তৃতীয় টেস্টে খেলা নিয়ে সংশয় শুরু হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us